পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ভাইবোন

দৈনিকশিক্ষা ডেস্ক |

দু’জনের লক্ষ্য তারা ইঞ্জিনিয়ার হবেন। দু’জনেই বললেন, এত ভাল ফল হবে আশা করেননি। উচ্চ মাধ্যমিকে প্রথম দশে জায়গা করে নেয়া খুড়তুতো ভাই বোনকে নিয়ে উচ্ছ্বসিত আরামবাগ কাপসীট হাই স্কুল।

কৌস্তভ কুন্ডু উচ্চ মাধ্যমিকে পেয়েছেন ৪৯২। মেধাতালিকায় তিনি রয়েছেন পঞ্চম স্থানে। সপ্তম হয়েছেন কৌস্তভের তুতো বোন কৌশিকী কুন্ডু। তার প্রাপ্ত নম্বর ৪৯০। ভাই এবং বোন, দু’জনেই জানালেন তারা ইঞ্জিনিয়ার হতে চান। ওই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন। 

কৌস্তভ এবং কৌশিকীর বাড়ি আরামবাগের গৌরহাটি এলাকায়। একই পরিবার থেকে দু’জনের নাম মেধাতালিকায় থাকায় স্বাভাবিক ভাবে আনন্দিত পরিবার। আত্মীয় এবং প্রতিবেশীরা শুভেচ্ছা জানাচ্ছেন ভাইবোনকে।

কৌস্তভ জানান, উচ্চ মাধ্যমিকের জন্য প্রতি দিন ১০ ঘণ্টা করে পড়াশোনা করেছেন তিনি। তার কথায়, ফল ভাল হবে জানতাম। তবে এতটা ভাল হবে আশা করিনি। আর কৌশিকী বলেন, দিনে এত ঘণ্টা পড়তে হবে, এমন কোনো রুটিন ছিল না। যত ক্ষণ ভাল লাগত, পড়তাম। একটানা পড়াশোনা করতে পারতাম না। মাঝেমাঝে ‘ব্রেক’ নিতাম। পড়াশোনার মাঝে গান শুনতে ভালবাসেন কৌশিকী। জানান, নাচ, ছবি আঁকা এবং গান শোনা তার শখ।

  

কৌশিকীর বাবা কৃষ্ণেন্দু পারাবাগনান প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি বলেন, আমার মেয়ে যা রেজাল্ট করেছে, তা সবটাই ওর নিজেও চেষ্টায়। আমরা শুধু ওকে গাইড করেছি। আমার ভাইপো কৌস্তভও ভাল ফল করেছে। তাই আমাদের পরিবার খুব খুশি।

চলতি বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছেন ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। বুধবার ফল প্রকাশের পর দেখা গেলো এ বার পাসের হার ৮৯.২৫ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৯১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৬ শতাংশ। মোট ১১টি জেলায় পাসের হার ৯০ শতাংশরও বেশি। পাসের হারে জেলাগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর।

এ বছর উচ্চ মাধ্যমিকে ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। দ্বিতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছেন বাঁকুড়ার সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সামা। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় স্থানে রয়েছেন মোট তিন জন। এরা হলেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা এবং আলিপুরদুয়ারের পিয়ালি দাস। সবার প্রাপ্ত নম্বর ৪৯৪।

সূত্র : আনন্দবাজার


পাঠকের মন্তব্য দেখুন
সরকার পরিচালনায় ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিন, সম্পাদকদের ড. ইউনূস - dainik shiksha সরকার পরিচালনায় ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিন, সম্পাদকদের ড. ইউনূস এইচএসসি ফল তৈরি: পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য চেয়েছে বোর্ড - dainik shiksha এইচএসসি ফল তৈরি: পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য চেয়েছে বোর্ড শিক্ষকদের পদত্যাগে বাধ্য ও হেনস্তা নয়: শিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষকদের পদত্যাগে বাধ্য ও হেনস্তা নয়: শিক্ষা উপদেষ্টা স্কুল-কলেজ শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড় এনটিআরসিএর চেয়ারম্যান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি হলেন - dainik shiksha এনটিআরসিএর চেয়ারম্যান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি হলেন ছাত্রী হয়রানির অভিযোগ, উত্তরা ইউনিভার্সিটি উত্তপ্ত - dainik shiksha ছাত্রী হয়রানির অভিযোগ, উত্তরা ইউনিভার্সিটি উত্তপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাত ভাঙলেন বরখাস্ত প্রধান শিক্ষক - dainik shiksha ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাত ভাঙলেন বরখাস্ত প্রধান শিক্ষক সাংবাদিক নিপীড়নের আইনগুলো এখনই বাদ দেয়ার প্রস্তাব - dainik shiksha সাংবাদিক নিপীড়নের আইনগুলো এখনই বাদ দেয়ার প্রস্তাব মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিতে আবেদন আহ্বান - dainik shiksha মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিতে আবেদন আহ্বান শিরীন শারমিনের পদত্যাগে স্পিকার পদে কি শূন্যতা তৈরি হলো - dainik shiksha শিরীন শারমিনের পদত্যাগে স্পিকার পদে কি শূন্যতা তৈরি হলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0038909912109375