২০২২ খ্রিষ্টাব্দের ১১ অক্টোবর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। টানা দুই বছর তিনি জেলবন্দি রয়েছেন। এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তার স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিকও।
আদালতের নির্দেশে স্ত্রী এবং পুত্রকে জামিনে মুক্তি দিলেও এখনো জেলবন্দি আছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। বহুবার জামিন চাইতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু প্রতিবারেই তার আবেদন ফিরিয়ে দেয়া হয়। এদিকে প্রাথমিকের ওএমআর শিট প্রসঙ্গে এক ভযংকর দাবি তোলে বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদ। যা রীতি মতো ঝড় তুলেছে দিয়েছে শিক্ষাব্যবস্থায়।
প্রাথমিকের ওএমআর শিট নষ্ট করে দেয়া হয়েছিলো বলে অভিযোগ উঠেছিলো এর আগেই এবং সে বিষয়ে প্রাথমিক শিক্ষক দুর্নীতির মামলাও উঠেছিলো হাইকোর্টে। এই পরীক্ষার ওএমআর শিট মানিক ভট্টাচার্য এর নির্দেশেই নাকি নষ্ট করা হয়েছিলো বলে অভিযোগ করছে বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদ৷
বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে উঠে আসে ওই মামলা। এই আবহে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওএমআর শিট নষ্ট হয়েছে। পর্ষদের বোর্ড সদস্যদের কোনো পরামর্শ ছাড়াই এটা করা হয়েছে। সম্পূর্ণ বেআইনি হওয়া সত্বেও ওএমআর শিট নষ্ট করা হয়েছিলো মানিক ভট্টাচার্যের অনুমোদনে। তিনি নিজে এই কাজ করিয়েছিলেন। শুধু তাই নয়, আইনজীবী আরো জানান, মানিক ভট্টাচার্য নিজেই বোর্ডের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নিতেন। তাই এটা যখন করেছিলেন বোর্ডের অন্যান্য সদস্যদের তা জানানোই হয়নি ৷ তবে মামলা পাল্টা মামলায় আর যাইহোক, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা।