পাওনা চাওয়ায় ক্যান্টিন মালিককে পেটা*লেন ছাত্রলীগ নেতা

দৈনিক শিক্ষাডটকম, ঢাবি |

দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : বকেয়া পাওনা টাকা চাওয়ায় ক্যানটিন মালিক মো. ফাহিমের দাড়ি ছিঁড়ে ফেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন অভি। 

একই সঙ্গে ক্যানটিনের ম্যানেজার মো. মনিরকেও মারধর করেন অভি। আজ সোমবার দুপুরে মাস্টারদা সূর্য সেন হলের ক্যানটিনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

  

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, ছাত্রলীগ নেতা অভি দুপুরে খাবার খাওয়ার পর ক্যানটিন মালিক আগের টাকা চাইলে অভি তাঁকে মারধর করেন। 

অভিযোগ বিষয়ে ক্যানটিন মালিক মো. ফাহিম বলেন, ‘দুপুরে আমি ক্যাশে বসা ছিলাম। এমন সময় মো. আরাফাত হোসাইন অভি এসে আমার কাছে খাবার চান। আমি খাবার দিলাম এবং আগের বাকি ২ হাজার ৬৫০ টাকা তাঁর কাছে চাওয়ায় তিনি আমার ওপর রাগ দেখিয়ে হামলা করে বসেন। আমার শরীরে হাত তোলেন এবং আমাকেসহ আমার ম্যানেজারকে দুই দফা মারধর করেন। এ সময় তিনি আমার দাড়ি, শার্ট, লুঙ্গি, গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলেন। আমি নিরুপায় হয়ে ক্যানটিন থেকে বেরিয়ে যাই এবং হলের ছাত্রদের কাছে আশ্রয় নিই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

এর আগে তিনবার তাঁর কাছে টাকা চাওয়ায় তাঁকে রুমে ডেকে নিয়ে বিভিন্নভাবে হুমকি দেন বলেন জানান ফাহিম।

অভি ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ঘনিষ্ঠ বলে পরিচিত।

অভিযোগের বিষয়ে অভি বলেন, ‘আমি দুপুরে খাবার খেতে ক্যানটিনে যাই। তখন ক্যানটিন মালিক বকেয়া টাকা চাইলে আমি বলি, আমার বিকাশে সমস্যা, টাকা তুলতে পারছি না। কিন্তু সে (ফাহিম) সেটা মানেনি। একপর্যায়ে হাতাহাতি হলে তাঁর দাড়িতে হাত লেগে যায় এবং দাড়ি ছিঁড়ে যায়। সে আমাকে প্রথমে ধাক্কা দেয়।’

ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘অভি যদি দোষী হয়, তাহলে তার শাস্তি হবে। পাশাপাশি ভুক্তভোগী যদি আমাদের জানায়, তাহলে বিষয়টি বিবেচনায় নেয়া হবে।’ 

সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কমিটি করে তিন দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য কমিটিকে বলা হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষকদের বেতন সভাপতির একক স্বাক্ষরে - dainik shiksha অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষকদের বেতন সভাপতির একক স্বাক্ষরে জোর করে পদত্যাগ, ভালো নেই স্ট্রোক করা সেই অধ্যক্ষ - dainik shiksha জোর করে পদত্যাগ, ভালো নেই স্ট্রোক করা সেই অধ্যক্ষ বরিশালে থানায় শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর - dainik shiksha বরিশালে থানায় শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর হাজিরা মেশিন কাজে আসেনি ১৬৯ বিদ্যালয়ে, গচ্চা ৩৭ লাখ টাকা - dainik shiksha হাজিরা মেশিন কাজে আসেনি ১৬৯ বিদ্যালয়ে, গচ্চা ৩৭ লাখ টাকা পদ্মার ভাঙনে বিলীনের শঙ্কায় দুই স্কুল - dainik shiksha পদ্মার ভাঙনে বিলীনের শঙ্কায় দুই স্কুল কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0052139759063721