পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এর নেতা ইসহাক দার। গতকাল সোমবার ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবনে শপথ নেন তিনিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার ১৯ জন সদস্য।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন ইসহাক দার। পিএমএলএনের সাবেক চেয়ারম্যান নওয়াজ শরীফের নিকট আত্মীয় তিনি।
ইসহাকের নেতৃত্বেই ২০২৩ খ্রিষ্টাব্দে অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে জরুরি ঋণ পেয়েছিল। যদিও সেই সংকট এখনও কাটেনি। অর্থসংকট মোকাবিলা করতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ইসহাক দার।
অভিযোগ রয়েছে, চারবার পাকিস্তানের অর্থমন্ত্রীর পদে থাকা ইসহাক দার গত মেয়াদে যেসব পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলো জনগণের ভোগান্তি না কমিয়ে বরং আরও বাড়িয়ে দিয়েছিল।