জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাড়ি বেঁধে কৃত্রিম বাসা তৈরি করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার অফিস সংলগ্ন ‘মেইন বার্ডস’ লেকের পাড়ে গাছগুলোতে মাটির হাঁড়ি বেঁধে দেন তারা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার সংলগ্ন লেকের ধারে প্রায় অর্ধশত গাছে মাটির হাঁড়ি দিয়ে পাখিদের জন্য কৃত্রিম বাসা প্রস্তুত করা হয়েছে।
এ সময় শাখা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুরাদ বলেন, প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্য প্রাণী ও পাখিদের জন্য অভয়ারণ্য হিসেবে সারা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত। ঘন ঝোপঝাড় নিধন ও ব্যাপকহারে বিল্ডিং তৈরীর কারণে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল অনেক ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। সামনে পাখিদের প্রজননের মাসগুলোতে বিশেষত শালিক, ময়না, দোয়েল, চড়ুই, পাখিদের রক্ষণাবেক্ষণ ও তাদের জন্য কমফোর্টেবল আবাস তৈরী করার জন্য শাখা ছাত্রদলের এই ক্ষুদ্র প্রয়াস।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র ধ্বংসের মহোৎসবে মেতে উঠেছিলো। এর ধারাবাহিকতা যাতে বিশ্ববিদ্যালয়ের ফিরে না আসে সেই কামনা করি। আমরা অবশ্যই উন্নয়নের পক্ষে তবে সেটা অবশ্যই প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস করে নয়।
আগামী যেকোনো উন্নয়ন প্রকল্পের পূর্বে অবশ্যই মাস্টারপ্লান প্রণয়ন করতে হবে। অপরিকল্পিত উন্নয়নের ফলে পাখিদের নিরাপদ আশ্রয়ের সংকট হয়েছে, আমরা একটি প্রতীকী প্রচেষ্টার মাধ্যমে তার প্রতিবাদ করছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে বিশ্ববিদ্যালয় প্রাণ-প্রকৃতির রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসান হাবিব, নিশাত আব্দুল্লাহ, রায়হান পারভেজ, তরিক আহমেদ, রোকনুজ্জামান, সাকিব আহমেদ, আসাদ জামান, জাহিদ, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ, রিফাত মাহমুদ, নাঈম আহমেদ, তাওফিকুর রহমান, জাহিদ খান, সোলাইমান হোসেন, মেহেদী হাসান শেখ, মনির, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব, আদনান, নাদিম, রোহানসহ একাধিক ছাত্রদল নেতাকর্মী।।