পাচারকারীদের ভয়ে কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি

ঝালকাঠি প্রতিনিধি |

ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঁঠালিয়ায় শিশু পাচারকারীদের ভয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপস্থিতির হার কমে গেছে। গত কয়েক দিন ধরে এ অঞ্চলে শিশু পাচারকারীদের উপদ্রুবের কথা ছড়িয়ে পড়লে এ অবস্থা তৈরি হয়।

এদিকে মঙ্গলবার (২৫ জুন) রাতে জেলার কাঁঠালিয়া উপজেলা থেকে মো. মিরাজ হোসেন (৩০) নামে এক সন্দেহভাজন শিশু পাচারকারীকে আটক করেছে স্থানীয়রা। এ খবরে জেলাজুড়ে শিশু পাচারের আতঙ্ক আরও বেড়ে গেছে। ফলে অধিকাংশ অভিভাবকই শিশুদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন। এতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের উপস্থিতির হার অনেকটাই কমে গেছে।

কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক দৈনিক শিক্ষা ডটকমকে জানান, গতকাল কাঁঠালিয়ার আওরাবুনিয়া এলাকার একটি বাড়িতে রাত ৮টার দিকে ঘরের জানলা দিয়ে চেতনানাশক স্প্রে নিক্ষেপ করে মিরাজ। এর পর স্থানীয় মানুষের ধাওয়া খেয়ে বাইসাইকেলে করে পালানোর একপর্যায়ে সাতানি বাজার এলাকায় এসে ধরা পড়ে। সেখানে গণপিটুনিতে গুরুতর আহত মিরাজকে ইউনিয়ন পরিষদে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে গুরুতর আহতাবস্থায় মিরাজকে উদ্ধার করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গুরুতর আহত হওয়ায় মিরাজকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে শিশু পাচারকারী আটকের খবরে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের উপস্থিতি অনেকটাই কমে গেছে। রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের পশ্চিম বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রেজোয়ান হোসেন দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, ‘পাচারকারীদের ভয়ে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি কমে গেছে। এ বিদ্যালয়ে ১১০ জন শিক্ষার্থী রয়েছে। এর আগে প্রতিদিন বিদ্যালয়ে ৮০-৯০ জন শিক্ষার্থী উপস্থিত থাকত। অথচ গত ২-৩ দিন ধরে উপস্থিতি কমে গেছে। আজ (বুধবার) বিদ্যালয়ে উপস্থিত হয়েছে মাত্র ৩৯ জন শিক্ষার্থী।’

রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম বলেন, গত তিন দিন ধরে বিদ্যালয়ে উপস্থিতি কমে গেছে। বিশেষ করে শিশু শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না অভিভাবকরা।

অভিভাবক চঞ্চল কর্মকার বলেন, আমার ছেলে শিশু শ্রেণির ছাত্র। গত দুই দিন ধরে তাকে সাথে লোক দিয়ে বিদ্যালয়ে পাঠাতে হচ্ছে। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনকে গুরুত্বসহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, ‘গতকাল রাতে কাঁঠালিয়ায় শিশু পাচারকারী সন্দেহে এক যুবককে আটক করার খবর শুনেছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।’ এতে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0050098896026611