পটুয়াখালীর মির্জাগঞ্জে শিক্ষকদের সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার উত্তর ছৈলাবুনিয়া গ্রামের পাঠাগারভিত্তিক যুব ও সমাজসেবা ক্লাব কাসারি তাল্লুক পাঠাগার মাঠে এ আয়োজন করে। একইসঙ্গে বার্ষিক ক্রীড়া, কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইয়েমা হাসান। অনুষ্ঠানে এলাকার অবসরপ্রাপ্ত চার শিক্ষককে প্রিয় শিক্ষক সম্মাননা, একজনকে শিক্ষানুরাগী সম্মাননা এবং প্রাথমিক বিদ্যালয়ের আট শিক্ষার্থীর হাতে কৃতি শিক্ষার্থী স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি পাঠাগারের প্রথম বুলেটিনের মোড়ক উন্মোচন করেন। এছাড়া ২৫টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ রকম কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সুবিদখালী সরকারি কলেজের প্রভাষক মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কবি ও কথা সাহিত্যিক মো. নুরুল হক সিকদার, সমাজসেবক মো. কামাল সিকদার, নাসির হাওলাদার, মো. মোখলেচুর রহমান, পাঠাগারের জমিদাতা মোতালেব হাওলাদার, হোসেন ফায়েদ। সহযোগী ছিলেন জাহিদ শিকদার, সুজন চন্দ্র, জাহিদ, হাসিব, নেসার, সাকিবুল, মেহেদী, নাইম, রিমি, এবং পাঠাগারের অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব ও শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং প্রতিযোগিতামূলক এসব আয়োজনের মাধ্যমে নিজেদেরকে আরো শাণিত করার আহ্বান জানান অতিথিরা।