পাঠ্যপুস্তকে সুফিয়া কামালের আরো কবিতা অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক |

পাঠ্যপুস্তকে কবি সুফিয়া কামালের আরো কবিতা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নারী অধিকার ও উন্নয়ন সংগঠনের নেতারা। সুফিয়া কামালের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এই দাবি জানানো হয়।

গতকাল সোমবার বাংলাদেশ মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে একটি স্মরণসভায় এ দাবি জানানো হয়।
‘মানবতার সংকট এবং নারী ও শিশুর প্রতি অব্যাহত সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি’ প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। সভায় প্রস্তাব পাঠ করেন ব্র্যাকের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট কাজী শাহানা। সভাটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের প্রগ্রাম ম্যানেজার দিলীপ কুমার সরকার। সভায় কবিকন্যা সাইদা কামাল, সুলতানা কামালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘প্রতিবছর সুফিয়া কামালকে আমরা স্মরণ করি। সুফিয়া কামাল জাতীয়, রাজনৈতিক, গণতান্ত্রিক, সামাজিক, ছাত্র আন্দোলনে সমগ্র বিষয়কে একত্রিত করে আন্দোলন করেছেন। আজ সময় এসেছে, নারীদের এগিয়ে আসতে হবে।

সুফিয়া কামালের সময় নারীরা ঘর থেকে বের হয়ে এসেছিল। আজও নারীরা বের হয়ে আসছে। ’
সভায় আরো বক্তব্য দেন নারী প্রগতি সংঘের পরিচালক মাহফুজুল বারী, নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান জাকির হোসেন, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান জাকির হোসেন, প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক অ্যারোমা দত্ত প্রমুখ।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0033960342407227