জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দুর্নীতিবাজ সদস্য সাইদুর রহমানের বদলি করা হয়েছে। একইসঙ্গে ড. রিয়াদ চৌধুরীকে নতুন সদস্য হিসেবে নতুন পদায়ন করা হয়েছে। এ ছাড়াও আরো গুরুত্বপূর্ণ কয়েকটি পদে আনা হয়েছে রদবদল।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বদলি হওয়া ৭ কর্মকর্তার মধ্যে সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মো. সাইদুর রহমানকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হয়েছেন মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী।
এনসিটির প্রাথমিক শিক্ষাক্রমের আরেক সদস্য অধ্যাপক মো. মোখলেস-উর-রহমানকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এ এফ এম সরোয়ার জাহানকে।
প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সহযোগী অধ্যাপক মোহাম্মদ বোরহান উদ্দিনকে সরিয়ে নতুন দায়িত্ব পেয়েছেন কারিকুলাম বিশেষজ্ঞ (সেসিপ) সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম।
ঊর্ধ্বতন ভান্ডার কর্মকর্তা সহযোগী অধ্যাপক মোহাম্মদ সলিম উল্লাহর জায়গায় দায়িত্ব পেয়েছেন মাউশি অধিদপ্তরের সাবেক সহকারী প্রকল্প পরিচালক মুহা. আসাফ উদ দৌলা।
প্রধান সম্পাদক অধ্যাপক আনিকা রাইসা চৌধুরীর পরিবর্তে দায়িত্ব পেয়েছেন প্রধান সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন কুমিল্লার হোমনা সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফাতিহল কাদীর।
এছাড়াও মাধ্যমিক শিক্ষাক্রম বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোসাম্মৎ খাদিজা ইয়াসমিনের জায়গায় প্রেষণে নিয়োগ পেয়েছেন শহীদ বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শুভ্রা আলম।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।