পানেকা কিক এবং মায়ের আদর

দৈনিকশিক্ষা ডেস্ক |

বিশ্বকাপে মরক্কোর জাতীয় দলের আশরাফ হাকিমি। বয়স ২৪ বছর। প্রচণ্ড গতি, অফুরন্ত দম ও ক্ষিপ্র গোল করার দক্ষতা এই বয়সেই তাঁকে ফুটবল দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ রাইট-ব্যাকের আসনে প্রতিষ্ঠিত করেছে। নিরহংকার, বিনয়ী ও ধর্মপরায়ন এই ফুটবলার উঠে এসেছেন অতি দরিদ্র পরিবার থেকে। জন্ম স্পেনে হলেও বাবা-মা মরক্কোর। মাদ্রিদ শহরের উপকণ্ঠে এক শিল্পাঞ্চলে তিনি বেড়ে উঠেছেন। মা বাড়ী বাড়ী ঝাড়ু দেয়ার কাজ করতেন। বাবা ছিলেন ফুটপাতের পণ্য বিক্রেতা।

বাল্যকালেই তাঁর ফুটবল প্রতিভা নজরে পড়ে রিয়াল মাদ্রিদের এবং মাত্র আট বছর বয়সে তাঁকে ক্লাবের যুব ফুটবল একাডেমিতে ভর্তি করা হয়। বয়স যখন ১৭ বছর শুরু হয় তাঁর পেশাদার জীবন। অনেক সাফল্যে উজ্জ্বল তাঁর জীবন। তাঁর বাৎসরিক আয় ৮ কোটি ৩০ লাখ ডলার। ( ১ $ = ট ১০৬)। কিন্তু তিনি তাঁর অতীতকে ভোলেননি। আল জাজিরাকে তিনি বলেন,”বাবা মা আমার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন। অনেক কষ্ট করে তাঁরা আমাকে বড় করেছেন। আমার সাফল্যের জন্য আমার ভাইবোনকে বহু কিছু থেকে বঞ্চিত করেছেন। আজ আমি খেলি তাদের জন্য।”

স্মরণীয় হয়ে থাকবে গত ৬ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে তাঁর পা থেকে বেরিয়ে আসা অবাক করা “পানেকা” কিক। এটি ছিলো শেষ পেনাল্টি কিক। যার সাফল্য-ব্যর্থতার ওপর নির্ভর করছিলো মরক্কোর ভাগ্য। সফল কিকটি মরক্কোকে প্রথমবার সেমি ফাইনালে খেলার সুযোগ এনে দিয়েছে। মরক্কোই শুধু নয় অসীম আনন্দে ভাসছে আফ্রিকা ও আরব বিশ্ব। 

জননীর আদরে সিক্ত হাকিমি

আগামী সেমিফাইনালে হাকিমি মুখোমুখি হবেন এমবাপ্পের ফ্রান্স টিমের বিরুদ্ধে।  ক্লাব পর্যায়ে হাকিমি ও এমবাপ্পে দুজনই প্যারিসের পি এস জি দলে খেলেন। আর্জেন্টিনার মেসিও খেলেন একই টিম পি এস জি-তে। 

ব্যক্তিগত জীবনে  হাকিমি বিবাহিত ও দু পুত্র সন্তানের পিতা। তাঁর স্ত্রী অভিনেত্রী Hiba Abdouk লিবিয়-তিউনিসিয় বংশোদ্ভূত। হাকিমি একজন ধর্মপরায়ন মুসলিম। 

[খুবই ঝুঁকিপূর্ণ পানেকা কিক। ৫৪ বছর আগে এর উদ্ভাবক ছিলেন  চেক ফুটবলার পানেকা। কিকারের লক্ষ্য হলো গোল কিপারকে বিভ্রান্ত করে গোল দেয়া। বলের সামনে কিক করার ভঙ্গি করা।গোল কিপার একপাশে ঝাঁপিয়ে পড়লে বিপরীত পাশে ধীরে বল ঠেলে গোল দেয়া।]
 


পাঠকের মন্তব্য দেখুন
দেরিতে এসে স্বপ্নভঙ্গ গুচ্ছে ভর্তিচ্ছু অনেকের - dainik shiksha দেরিতে এসে স্বপ্নভঙ্গ গুচ্ছে ভর্তিচ্ছু অনেকের নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন - dainik shiksha নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জগদীশ চন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর - dainik shiksha জগদীশ চন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার - dainik shiksha প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ নিজের শিক্ষককে নিয়ে শ্রেণিকক্ষে ঢাবি শিক্ষক, প্রশংসায় ভাসছে ফেসবুক - dainik shiksha নিজের শিক্ষককে নিয়ে শ্রেণিকক্ষে ঢাবি শিক্ষক, প্রশংসায় ভাসছে ফেসবুক please click here to view dainikshiksha website Execution time: 0.002284049987793