পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একই নিয়মে নিয়োগ পদোন্নতি হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হবে। এজন্য সবার মতামত নেয়া হয়েছে। এর ভিত্তিতে চুড়ান্ত নীতিমালা প্রণীত হবে। সব বিশ্ববিদ্যালয়ে একই নিয়মে নিয়োগ ও পদোন্নতি হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলো গড়ে তুলতে হবে। প্রচলিত ধারা থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে আস্তে আস্তে বের করে আনতে হবে।

বুধবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যারয় মঞ্জুরী কমিশনের আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ পদোন্নতি বা পদোন্নয়নের অভিন্ন নীতিমালা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অভিন্ন শিক্ষক নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়ন নীতিমালা চুড়ান্ত করা হবে। আলোচনার মাধ্যমে সকলের মতামত যাচাই ও তুলনা করা সম্ভব হয়েছে। উপাচার্যরা অভিজ্ঞতার আলোকে মতামত দিয়েছেন। এর ভিত্তিতে এ বিষয়ে গঠিত কমিটি নীতিমালা চুড়ান্ত করবে। এ নীতিমালা বাস্তবায়িত হলে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আরো বৃদ্ধি পাবে এবং যোগ্যতম প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। তাই যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষকদের মানসিকতার পরিবর্তন করা দরকার। তিনি আরও বলেন, যে শিক্ষা কাজে লাগে না তা অর্থহীন। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা, জ্ঞান চর্চা এবং নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে কর্মমুখী শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে।
 
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরীর সভাপতিত্বে অুনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। 

সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ পদোন্নতি বা পদোন্নয়নের অভিন্ন নীতিমালাটি পরিমার্জনের জন্য অনেকেই প্রস্তাব দিয়েছেন। নীতিমালাটি পরিমার্জিত হলে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

   

বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, বিশ্বায়নের যুগে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর সাথে মঞ্জুরী কমিশন এখন আরও সম্পৃক্ত। বাংলাদেশের উচ্চ শিক্ষা বিশ্বমানে পৌঁছে দিতে চাই। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় বরাদ্দ দেওয়া হচ্ছে।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এ এস এম মাকসুদ কামাল এবং ইউজিসির সদস্য ড. মো. আখতার হোসেন বক্তব্য দেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন এবং এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।  


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026581287384033