পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের জন্য ‘শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারি ২ তে অনুষ্ঠিত হয় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (সাভার) পরিচালক (প্রশাসন) মোহাম্মদ রাজিবুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় প্রভাষক ও সহকারী অধ্যাপক এবং দুপুর আড়াইটায় সহযোগী অধ্যাপক ও অধ্যাপকরা প্রশিক্ষণ গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহম্মেদ এবং সহযোগী অধ্যাপক ড. মো. নূর আলমের তত্ত্বাবধানে পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, জ্ঞানার্জনের জন্য আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। একে অপরের সঙ্গে যোগাযোগ এবং আন্তরিকতা বাড়াতে হবে। ব্যক্তি, পরিবার. কর্মক্ষেত্র এবং সমাজের মধ্যে শুদ্ধাচারের দৃষ্টান্ত স্থাপন করে সমাজকে এগিয়ে নিতে হবে। শ্রদ্ধাচার সবার জন্যই প্রয়োজন। নিজেদেরকে প্রশ্ন করতে হবে এবং সেই সাথে আত্মতুষ্টির প্রসারতা বৃদ্ধি করতে হবে। নিয়মের মধ্যে থাকলে সামনে আগানো সহজ ও যেকোনো সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব।