দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ৪৬ জন গবেষককে পিএইচডি ও এমফিল ডিগ্রি দেয়া হয়েছে। এরমধ্যে ৪০ জন গবেষক পিএইচডি ও ৬ জন এমফিল ডিগ্রি পেয়েছেন।
সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩১২ তম সভায় তাদের এসব ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বুধবার দৈনিক শিক্ষাডটকমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জাবির জনসংযোগ কার্যালয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের কাউন্সিল শাখা সূত্রে জানা গেছে, এ বিশ্ববিদ্যালয়ের ৪০জন পিএইচডি গবেষক এবং ৬জন এমফিল গবেষককে তাঁদের উপস্থাপিত অভিসন্দর্ভের জন্য এ ডিগ্রি দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম পিএইচডি ও এমফিল ডিগ্রিপ্রাপ্তদের অভিনন্দন এবং গবেষণা তত্ত্বাবধায়কদের ধন্যবাদ জানিয়েছেন।