পুলিশের ধাওয়ায় রাজধানীর শাহবাগে ছত্রভঙ্গ হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিকারীদের আন্দোলন।
শনিবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় আন্দোলনকারীদের ধাওয়া করলে আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে শাহবাগ মোড় ত্যাগ করেন। যান চলাচল শুরু হয়। দুপুর থেকে একদল চাকরিপ্রত্যাশী অবরোধ করে রাখার ফলে শাহবাহ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর প্রভাব পড়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। তৈরি হয় তীব্র যানজটের। পরে রাত সাড়ে আটটার দিকে পুলিশ ধাওয়া করে তাদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
চাকরিপ্রত্যাশীদের অন্য দুটি দাবি হলো চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন চাকরিপ্রত্যাশীরা। এরপর চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়ক ঘুরে শাহবাগ মোড়ে যায়। বেলা দুইটার দিকে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়। অবরোধকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় মোতায়েন করা বিপুলসংখ্যক পুলিশ। পরে রাত সাড়ে আটটার দিকে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল হাসান।
বয়স বাড়ানোর বিষয়টি ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল বলে বক্তারা উল্লেখ করেন। এ বিষয়ে তাঁরা ভাষ্য, যাঁরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কমিটিতে ছিলেন, তাঁরা প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করতে পারেননি৷ কিন্তু তরুণসমাজ দমে যায়নি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।