নওগাঁর পত্নীতলা পুলিশ পরিচয়ে এক কলেজছাত্রীকে বিয়ে করার জন্য দেখতে এসে সোহেল রানা (২৪) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করা ছাত্রীকে বিয়ের জন্য দেখতে গতকাল শনিবার রাতে উপজেলার দিবরদিঘী এলাকায় এসেছিলেন সোহেল। তার পরনে ছিলো পুলিশের পোষাক। কিন্তু তার কথা বার্তায় সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ভুয়া পুলিশ। তাকে শনিবার রাতেই আটক করেছিলো পুলিশ।
রোববার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় সোহেলের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আরেকজন পলাতক রয়েছে। সোহেল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পত্নীতলা থানার এসআই জাফর আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সোহেল রানা বেশ কয়েক মাস ধরে মোবাইল ফোনে পত্নীতলা উপজেলার দিবরদিঘী ইউনিয়নের মহদিপুর গ্রামের বাসিন্দা ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে বিয়ের জন্য পাত্রী দেখতে মেয়ের বাড়িতে আসেন। এ সময় তিনি পুলিশের পোশাক পড়েছিলেন। আলোচনার এক পর্যায়ে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে থানা পুলিশকে খবর দেয় মেয়েটির পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পুলিশ বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় নেয়া হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সোহেলকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।