পূজার পরে পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জবি প্রতিনিধি |

দুর্গাপূজার পরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের হিন্দুধর্মাবলম্বী শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা পেছানোর বিষয়ে কথা বলতে সকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে দেখা করেন। উপাচার্য তাঁদের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে দেখা করলে, বিভাগীয় প্রধানেরা কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া পরীক্ষা পেছানো সম্ভব না বলে জানান শিক্ষার্থীদের। পরে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে ঘুরে দুর্গাপূজার পরে পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থীই গ্রামে। আগামী ৭ অক্টোবরে যদি তাঁদের পরীক্ষা দেওয়ার জন্য ক্যাম্পাসে আসতে হয়। তবে পরীক্ষা মধ্যেই আবার পরিবারের সঙ্গে পূজা উদ্‌যাপনের জন্য গ্রামে ফিরতে হবে। পূজা শেষে তাড়াহুড়ো করে এসেই পরীক্ষায় বসতে হবে। কারণ, অধিকাংশ বিভাগেই পূজার এক দিন পরেই পরীক্ষা রয়েছে। এতে শিক্ষার্থীদের ওপর মানবিক, শারীরিক ও অর্থনৈতিক চাপ পড়বে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বশেষ সিন্ডিকেট সভায় আগামী ৭ অক্টোবর থেকে সশরীর সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এর মধ্যে আগামী ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী থেকে দশমী তিথি থাকায় হিন্দুধর্মাবলম্বী শিক্ষার্থীরা পূজার পর পরীক্ষা নেওয়ার দাবি জানান। 

শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমেও কয়েক দিন থেকে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে গত রোববার উপাচার্যের সম্মেলনকক্ষে ডিনস কমিটির এক সভায় ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষা না নেওয়ার জন্য সিদ্ধান্ত জানিয়ে একটি দাপ্তরিক বিজ্ঞপ্তি প্রকাশ করে।

মানববন্ধন শেষে নাম প্রকাশ না করার শর্তে সনাতন ধর্মাবলম্বী এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের উৎসবকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এমনকি আমাদের অনেক শিক্ষক বলেছেন, একবার পূজা না করলে কিছু আসে–যায় না। প্রতিবছর এই যে মা–বাবার সঙ্গে পূজা উদ্‌যাপন করতে হবে, এমন কোনো নিয়ম নেই।’

নৃবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শিক্ষার্থী নীলপদ্ম রায় বলেন, ‘দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু পূজার আগে বা পরে তারিখের কাছাকাছি পরীক্ষার রুটিন প্রকাশ করে না। তাহলে আমাদের পরীক্ষা রুটিন কেন দিয়েছে? কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত জানিয়ে নিতে পারে।’

গণিত বিভাগে স্নাতকোত্তর শিক্ষার্থী সানি সূত্রাধর বলেন, ‘আমরা পরীক্ষা দিতে চাই। তবে আমাদের ধর্মীয় উৎসব বছরে একবারই আসে। পাঁচ দিনব্যাপী এই মহা–উৎসবে আগেও পূজার প্রস্তুতির বিষয়ে থাকে। তার ওপর যদি পূজার আগে কোনো পরীক্ষা থাকে, তবে আমাদের পড়াশোনার ওপর প্রভাব পড়বে।’


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0030198097229004