বন্যা পরিস্থিতির কারণে সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী ৩০ জুন থেকে সারাদেশে এ পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগে তা স্থগিত থাকছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর সুযোগ নেই। বোর্ডের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেয়া হয় তা ওয়েবসাইটে দেয়া থাকে। এ কারণে সবাইকে ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো সিলেট বিভাগেও যথারীতি অনুষ্ঠিত হবে। আর স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
সিলেট বিভাগ ছাড়া মাদরাসা বোর্ড, কারিগরি বোর্ড ও অন্য সাধারণ ৮টি বোর্ডের পরীক্ষাসমূহ প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি ৩০ জুন থেকে অনুষ্ঠিত হবে। তবে প্রশ্নপত্র নিয়ে বিপত্তিতে পড়েছে মাদরাসা ও কারিগরি বোর্ড।
সংশ্লিষ্টরা বলছেন, সারাদেশের আলিম পরীক্ষার্থীরা মাদরাসা বোর্ডের অধীনে। আর সারাদেশের এইচএসসি (বিএম ও বিএমটি) পরীক্ষার্থীরা কারিগরি বোর্ডের অধীনে। এ দুটি