পেটে ব্যথা ও বমি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া এই শিক্ষার্থীর নাম সোহেল রানা।
এদিকে হাসপাতালে নেওয়ার পর সোহেলের চিকিৎসায় অবহেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বন্ধু সোহাগ। সোহাগ সোহেলের সঙ্গে হাসপাতালে ছিলেন।
আজ (মঙ্গলবার) সকাল ৬টার দিকে মারা যান সোহেল। গতকাল দুপুর ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সোহাগ বলেন, রাত ৩টায় আমি ডিউটি ডাক্তারকে বললাম আমাদের রোগী খুবই অসুস্থ আপনি একটু আসেন, কিন্তু সে না এসে বলল রোগী নিয়ে আসতে পারবেন কি না? তখন আমি বললাম রোগী তো কথাই বলতে পারে না ও কিভাবে আসবে? তখন তিনি একটি স্যালাইন লিখে দিয়ে বললেন এটা এনে তাকে দিতে। পরে ওই স্যালাইনটা দেওয়া হয়। সকাল ৬টা নাগাদ তার আর পালস না পেয়ে আমি ডাক্তারের কাছে ছুটে গেলাম। কিন্তু গিয়ে ডাক্তার পেলাম না।
এ বিষয়ে বিভাগের ছাত্রকল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক রাফিয়া খাতুন বলেন, আজ সকালে কয়েকজন শিক্ষার্থী আমার কাছে এসে এই একই অভিযোগ করেছে। ডিউটি ডাক্তারকে ডাকার পরও সে আসেনি এটা খুবই দুঃখজনক। আমি পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।
এ বিষয়ে সোহেলের মামাতো ভাই রাইয়াদ বলেন, আমি সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ছিলাম, তখনও স্বাভাবিক অবস্থায় ছিল। সকালে শুনি সোহেল মারা গেছেন।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান শারমিন আখতার বলেন, আমি সকালে শুনেছি আমাদের শিক্ষার্থী সোহেল মারা গেছে। আমরা এ মৃত্যু কখনই কামনা করি না। চিকিৎসায় তার অবহেলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে অবগত নই।
চিকিৎসায় অবেহেলার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমরা লিখিত আকারে অভিযোগ পেলে তদন্ত করে দেখব। লিখিতভাবে অভিযোগ না দিলে আমাদের আসলে কিছুই করার নেই।