আমাদের বার্তা, ঢাবি: অর্থমন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত ‘বৈষম্যমূলক’ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় দাবি আদায়ে আগামী ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়েছে।
এরপরও দাবি আদায় না হলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারিও উচ্চারণ করেন নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে স্মৃতি চিরন্তরনের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে এ সময় শতশত কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিত হয়ে পেনশন স্কিম বিরোধী বিভিন্ন প্লেকার্ড হাতে স্লোগন দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতা-কর্মীরা বলেন, পেনশন স্কিম একটি কালো আইন। যা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করেছে। সরকারকে বেকাদায় ফেলেতে একটি কুচক্রি মহল এমন কাজ করছে বলেও দাবি তাদের।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাবি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আব্দুল মোতালেব বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ঢাবিকে এবং এর শিক্ষকদের বিশেষ মর্যাদা দিয়েছেন। তিনি বলেছিলেন এই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা পাবেন বিশেষ সুবিধ। কিন্তু ঘাতকের একটি দল বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় হাত দিয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনি ঢাবিকে এই ঘাতকের হাত থেকে বাঁচান।