বিশ্ববিদ্যালয়গুলোকে সর্বজনীন পেনশন স্কিমের আওতামুক্ত রাখার দাবিতে শিক্ষকদের পর এবার কর্মবিরতিতে যাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ৩০ জুন থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা। একই দাবিতে ১ জুলাই থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।
কর্মকর্তাদের কর্মবিরতিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মো.আব্দুল কাদের (কাজী মনির)।
দৈনিক শিক্ষাডটকমকে কাজী মনির বলেন,আমাদের দাবি হলো সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে আওতামুক্ত রাখতে হবে। দাবি না মানা হলে আমরা ৩০ জুন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি পালন করবো। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা একযোগে এ কর্মবিরতি পালন করবেন। ৩০ জুনের মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা ১,২ ও ৩ জুলাই সর্বাত্মক কর্মবিরতি পালন করবো। আমরা কোনো কাজ করবো না। শুধুমাত্র উপাচার্য ও কোষাধ্যক্ষের সম্মানার্থে একজন বা দুইজন কাজ করবেন।
এদিকে কর্মচারীদের কর্মবিরতিতে যাওয়ার বিষয়টি বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বি.এম. আশিকুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংগঠনটির সভাপতি মহিউদ্দীন খন্দকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা ১ তারিখ থেকে টানা তিন দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করবো। এরসঙ্গে আমাদের আর একটি দাবি হলো ইউজিসি যে অভিন্ন নীতিমালা প্রণয়ন করেছে তা বাতিল করতে হবে। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সুবিধা রিয়েছে সেই আলোকে একটি একটি নীতিমালা করা হোক। আমাদের যে সুযোগ সুবিধা রয়েছে তা না বাড়িয়ে আরো কমানো হচ্ছে বিধায় আমরা আন্দলন করছি।