পোস্ট কোড বিড়ম্বনা : পরীক্ষার উত্তরপত্র জমা দিতে হয় অন্য উপজেলায়

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি |

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পোস্ট অফিসে পোস্ট কোড বিড়ম্বনায় চরম দুর্ভোগ পোহাচ্ছে উপজেলার মানুষ। ডাক বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হওয়ায় এ উপজেলায় অনুষ্ঠিত সব পাবলিক পরীক্ষার উত্তরপত্র পরিবহনযোগে সংশ্লিষ্ট বোর্ডে অথবা অন্য উপজেলায় পোস্ট অফিসে গিয়ে পোস্ট করতে হয়। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। 

উপজেলার সাতটি কেন্দ্রে সদ্য অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষার ২ সহস্রাধিক শিক্ষার্থীর উত্তরপত্র পরিবহনের ক্ষেত্রে দেখা গেছে একই চিত্র। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা গঠনের প্রায় ১৬ বছরেও এ উপজেলায় চালু হয়নি সরাসরি ডাক যোগাযোগ ব্যবস্থা।

উপজেলা ডাকবিভাগ কোড চালু না হওয়ায় এখানকার এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম, ডিগ্রি ও ফাজিল পরীক্ষাসহ সব পাবলিক পরীক্ষার হাজার হাজার উত্তরপত্র জমা দিতে হয় অন্য উপজেলার পোস্ট অফিসে গিয়ে।

এক উপজেলায় পরীক্ষা নিয়ে অন্য উপজেলায় উত্তরপত্র জমা দিতে গিয়ে কর্তৃপক্ষকে নানান বিড়ম্বনায় পড়তে হয়। তাছাড়া চাকরির ইন্টারভিউ কার্ড, চিঠিপত্র, মানি অর্ডারসহ সব জরুরি ডাক নিয়ে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ এলাকার বাসিন্দারা। 

ডাক বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে চাঁদপুর সাব ডিভিশনের ৩৬২৩ কোড ব্যবহার করে কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার পোস্ট অফিসের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ মো. আব্দুল মতিন বলেন, উপজেলা ডাকবিভাগের যথাযথ কার্যক্রম চালু না হওয়ায় সব পাবলিক পরীক্ষার উত্তরপত্র লাকসাম পোস্ট অফিসে গিয়ে জমা দিতে হয় এবং শিক্ষাবোর্ড থেকে মূল্যায়নের জন্য প্রাপ্ত উত্তরপত্রসহ বাকি মালামাল গ্রহণ করতে হয় ১৫ কিলোমিটার দূরে চাঁদপুর জেলার চিতোষী সাব-পোস্ট অফিস থেকে। 

অধ্যক্ষ মো. আব্দুল মতিন আরো বলেন, ডাকযোগে চিঠিপত্র মনোহরগঞ্জ থেকে চাঁদপুরে যেতে ও আসতে অনেক বিলম্ব হয়। ফলে অফিসিয়াল জরুরি চিঠিপত্র পৌঁছানো ও প্রাপ্তি নির্দিষ্ট সময়ে হয় না।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, মনোহরগঞ্জ পোস্ট অফিসের নিজস্ব কোড ও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হওয়ায় বাধ্য হয়েই সংশ্লিষ্টদের বিকল্প পথ অনুসরণ করতে হয়। এবার পোমগাঁও, মান্দারগাঁও ও মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এ তিনটি কেন্দ্রের উত্তরপত্র পুলিশি পাহারায় সরাসরি সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে ও বাকি কেন্দ্রগুলোর উত্তরপত্র ডাকযোগে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

উত্তরপত্র পরিবহনে ঝুঁকি বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমস্যাটি দীর্ঘদিনের তবে সমাধানের চন্য জেলা উন্নয়ন সভায় বিষয়টি তুলে ধরা ও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0037789344787598