দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তরিত শিক্ষকদের জ্যেষ্ঠতা চাকরি নিয়মিতকরণের (প্রকল্পে ১ম যোগদানের তারিখ) তারিখ থেকেই গণনা করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদন চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন রিটকারী পক্ষের আেইনজীবী। তবে, আদেশের কপি না দেখা পর্যন্ত আইনজীবীর ব্যাখ্যায় বিশ্বাস স্থাপন করতে চান না শিক্ষকরা। তারা আদেশের কপির অপেক্ষায় থাকবেন।
জানা যায়, রাজস্বখাতে যোগদানের তারিখ থেকে গণনা করার জন্য গত বছরের ৩০ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এবং প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত শিক্ষকদের জ্যেষ্ঠতা চাকরি নিয়মিতকরণের (প্রকল্পে ১ম যোগদানের তারিখ) তারিখ থেকে গণনা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ৫৯৩ জন শিক্ষক। ঐ রিটের শুনানি শেষে এ রায় দেয় হাইকোর্ট।
তবে, সরকার পক্ষ এমন আদেশের বিরুদ্ধে আপিলে যাবে বলেও জানা গেছে।