প্রকৌশলী আসিফ করিম হিমু হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বস্ত্র প্রকৌশলীরা। মঙ্গলবার (১১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন বস্ত্র প্রকৌশলীদের সংগঠন আইটিইটি, আইইবির টেক্সটাইল ডিভিশন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য প্রকৌশলীরা।
পরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনে আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুর রহমান লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং মেধাবী নবীন প্রকৌশলী আসিফ করিম হিমু (২৮) গত ২৬ জুন রাজধানীর গাজীপুরে নিজ কর্মস্থল রেঁনেসা এ্যাপারেল লিমিটেড সংলগ্ন হোতা পাড়া এলাকায় স্থানীয় ইন্টারনেট সরবরাহকারীর সাথে ইন্টারনেট সংযোগ নিয়ে কথা কাটাকাটির জের ধরে ওইদিন বিকেলে তার কর্মস্থলে যাওয়ার সময় সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে।
হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে ৩০ জুন রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ১ জুলাই মারা যান হিমু।
এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও মামলার আরও ৩ আসামি পলাতক রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব ঘটনা বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে। এসময় হিমু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।