প্রতিবন্ধকতাকে দমিয়ে জিপিএ ৫

নিজস্ব প্রতিবেদক |

প্রতিবন্ধিতা দমাতে পারেনি রাজশাহী শিক্ষা বোর্ডের ২৭ মেধাবী শিক্ষার্থীকে। এদের মধ্যে ১৪ জন শারীরিক প্রতিবন্ধী। বাকি ১৩ জন দৃষ্টি প্রতিবন্ধী। এদের পাঁচজন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

রোববার (৬ মে) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তরুণ কুমার সরকার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। বোর্ড সচিব বলেন, বিধি অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় অংশ নেয়। আর শারীরিক প্রতিবন্ধীরা ৩০ মিনিট অতিরিক্ত সময় পায়। সার্বিকভাবে ভালো ফলাফল করেছে তারা। তাদের উন্নত ভবিষ্যৎ কামনা করেন তিনি।

শিক্ষা বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, দৃষ্টি প্রতিবন্ধী ১৩ পরীক্ষার্থীর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে রাজশাহীর পুঠিয়ার পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক মাধ্যমিক বিদ্যালয়ের মাসুম রানা। জিপিএ-৪.৮৯ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে।

ওই বিদ্যালয়টির প্রতিবন্ধী শিক্ষার্থী সুফিয়া খাতুন জিপিএ-৪.৭৩ ও শিখা খাতুন জিপিএ-৪.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির আরেক শিক্ষার্থী রাকিব হাসানের ফলাফল স্থগিত রয়েছে।

এছাড়া পাবনা সদরের দোগাছী উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান পেয়েছে জিপিএ-৪.৭৮। একই বিদ্যালয়ের ওবাইদুর রহমান জিপিএ-৪.৭২ এবং মোকাররম হোসেন ও মোহাম্মদ আলী জিপিএ-৪.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

সিরাজগেঞ্জর এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের প্রতিবন্ধী মাহামদুল আয়ুব আলী জিপিএ-৪.৭২, নওগাঁর মান্দা রামনগর উচ্চবিদ্যালয়ের আতাবর রহমান জিপিএ-৪.৩৩, পুঠিয়ার নাদের আলী বালিকা উচ্চবিদ্যালয়ের জুঁই খাতুন জিপিএ-৪.০৬, নওগাঁর ধামইরহাট মঙ্গলবাড়ি শহীদ আব্দুল জব্বার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রাবেয়া বাসরী ইমু জিপিএ-৩.৮৯ এবং রাজশাহী নগরীর মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের আদিল মাহমুদ জিপিএ-৩.২৮ পেয়ে উত্তীর্ণ হয়।

এদিকে, রাজশাহী কলেজিয়েট স্কুলের এসএম সাব্বির আহমেদ, পাবনার বেড়া উপজেলার আলহেরা একাডেমির নাজিবুল আলম অনিক, বগুড়া জেলা স্কুলের কাজী ফাহিম আবরার ও এসএম বাকি বিল্লাহ এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আফরোজ আহমেদ আসিফ শারীরিক প্রতিবন্ধী। তারা প্রত্যেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল একাডেমির অহেদুর রহমান জিপিএ-৪.৮৯, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রায়হান ইসলাম সিফাত জিপিএ-৪.৮৩, রাজশাহী সরকারি মাদরাসার হাসিবুল ইসলাম জিপিএ-৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

পাশাপাশি বগুড়ার পীরহাটা উচ্চ বিদ্যালয়ের প্রতিবন্ধী অনিকা বুশরা জিপিএ-৩.৭৮ রাজশাহীর বাগমারা শ্রিপুর উচ্চ বিদ্যালয়ের সাব্বির রহমান জিপিএ-৩.৬৭, নওগাঁর মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের তৌহিদুল ইসলাম সৌরভ জিপিএ-৩.৬১, বগুড়ার ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের রিজভী আহমেদ সাগর জিপিএ-৩.৩৩, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মরদানা উচ্চ বিদ্যালয়ের নাহিদ আলী জিপিএ-৩.০০ এবং রাজশাহী নগরীর মুসলিম উচ্চ বিদ্যালয়ের তাহসানুল আহনাফ হাবিব জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0046579837799072