প্রথম ও দ্বিতীয় শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে বয়সের শর্ত থাকবে না। সরকারি-বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির বয়স ছয় বছরের বেশি ও দ্বিতীয় শ্রেণিতে সাত বছরের বেশি নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য শ্রেণিতে ভর্তি হতে এ বয়সের শর্ত প্রযোজ্য হবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সব প্রতিষ্ঠান প্রধানকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।
অধিদপ্তরের মাধ্যমিক শাখার সহকারী পরিচালক দূর্গা রানী সিকদার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে প্রথম শ্রেণির জন্য ৬ বছরের বেশি এবং দ্বিতীয় শ্রেণির জন্য ৭ বছরের বেশি প্রযোজ্য হবে। অন্য শ্রেণির ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
২০২৩ খ্রিষ্টাব্দে সরকারি ও বেসরকারি স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তি নীতিমালায় বলা হয়েছিলো, জাতীয় শিক্ষা নীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি নির্ধারণ করা হয়েছে। তবে, পরবর্তী শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণের বিষয়টি ২০২২ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে। ভর্তির বয়সের ঊর্ধ্বসীমা শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।