নওগাঁর পত্নীতলার মান্দাইন আবেদিয়া উচ্চ মাদরাসা ও উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব শিক্ষার্থীদের বিতরণে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দশম শ্রেণির দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থী মোসা. জাকিয়া সুলতানাকে না দিয়ে ওই ক্লাসের ৮ রোল নম্বরধারী শিক্ষার্থীকে দেয়া হয়েছে ট্যাব। এ ঘটনায় দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীর বাবা উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে গতকাল রোববার লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগে লোকমান হাকিম বলেন, আমার মেয়ে জাকিয়া সুলতানার রোল নম্বর ২, সে মান্দাইন আবেদিয়া উচ্চ মাদরাসা ও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। সরকারি ঘোষণা মোতাবেক প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে ৯ম ও ১০ম শ্রেণির ১,২ ও ৩ রোল নম্বরধারী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করার কথা। প্রত্যেকটি বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ১,২ ও ৩ রোল নম্বরধারী শিক্ষার্থীরা ট্যাবলেটটি পেলেও অজ্ঞাত কারণে আমার মেয়ে ট্যাবলেট না পেয়ে একই ক্লাসের ৮ রোল নম্বরধারী শিক্ষার্থী ট্যাবলেট পায়। যা প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপন্থী। এতে আমার মেয়ের মানসিক অবস্থা অনেকটায় খারাপ হয়ে গেছে এবং হীনমনতায় ভুগছে।
জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজান আলী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি ওই সময় ট্রেনিংয়ে ছিলাম। আমি ট্রেনিং শেষ করে আসার পর জানতে পারি ভুলে ওই শিক্ষার্থীকে ট্যাব দেয়া হয়েছে। পরে তার কাছে থেকে ট্যাব এনে জাকিয়া সুলতানাকে দিতে চাইলে সে নিতে চেয়েছিলো। পরবর্তীতে সে আর নিতে না আসায় উপজেলা শিক্ষা অফিসে জমা দেয়া হয়েছে।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, একটু ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। সেই ট্যাবলেটটি বর্তমানে উপজেলা শিক্ষা অফিসে জমা আছে। যা ওই শিক্ষার্থীকে দেয়া হবে।