প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে মো. তোফাজ্জল হোসেন মিয়াই থাকছেন। তাঁকে এক বছর মেয়াদে একই পদে চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে আগামী ৪ জুলাই তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল। এখন তাঁর অবসরোত্তর ছুটি ও এ–সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে ৫ জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য তাঁকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
অবশ্য তোফাজ্জল হোসেন মিয়াকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়ে রাখা হবে—এমন আলোচনা বেশ কিছুদিন ধরেই প্রশাসনে ছিল।
এ বছর অবসরে যাওয়ার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফাতিমা ইয়াসমিনসহ আরও কয়েকজনের। নির্বাচনের আগে তাঁদেরও কেউ কেউ চুক্তিতে নিয়োগ পেতে পারেন বলে ধারণা করছেন প্রশাসনের কর্মকর্তারা। অবশ্য এ ধরনের সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায় থেকে আসে।
উল্লেখ, গত কয়েক বছরে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব পদে যাঁরা ছিলেন, তাঁদের স্বাভাবিক অবসরের মেয়াদ শেষে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে সর্বশেষ সাবেক চারজন মন্ত্রিপরিষদ সচিবের মধ্যে একমাত্র কবির বিন আনোয়ার ছাড়া বাকি তিনজনই স্বাভাবিক মেয়াদ শেষে চুক্তি ভিত্তিতে চাকরি করেছেন।