প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। ফের জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তবে আপাতত থাকবেন দেড় মাসের বিশ্রামে। এশিয়া কাপে দলে ফিরবেন তামিম।
শুক্রবার দুপুরে গণভবন থেকে বের হয়ে এ ঘোষণা দেন তিনি।
তামিম সাংবাদিকদের বলেন, দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে।
চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। পরে শুক্রবার তাকে ডেকেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার মাশরাফি বিন মর্তুজা তাকে নিয়ে গণভবনে যান। সঙ্গে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকাও ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।