প্রধান শিক্ষককের থাপ্পড়ে ছাত্রী হাসপাতালে

লালপুর (নাটোর) প্রতিনিধি |

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক গাউছুল আজমের থাপ্পড়ে ইসরাত জাহান নিলা নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কান থেকে রক্তক্ষরণ হওয়ায় ওই শিক্ষার্থী লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলে এই ঘটনা ঘটে।

ইশরাত জাহান নিলা উপজেলার গোপালপুর পৌরসভার শিবপুর মহল্লার আশরাফুজ্জামানের মেয়ে ও ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

আহত ওই শিক্ষার্থী জানান, প্রতিদিনের মতো সকালে স্কুলে যাই, ক্লাস শুরুর দেরি থাকায় আরেক বান্ধবীকে নিয়ে বিদ্যালয়ের দোতালায় গিয়ে ল্যাব রুমের সামনে দাড়িয়েছিলাম। এমন সময় প্রধান শিক্ষক ডেকে পাঠান। স্যারের সামনে গেলে কিছু বুঝে উঠার আগেই আমার দুই গালে ক্রমাগত থাপ্পড় মারতে থাকেন। এতে আমার কান দিয়ে রক্ত বের হতে থাকে। পরে আমাকে বসিয়ে রেখে আমার বাবা-মাকে ডেকে আনেন। পরে বাবা মা আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসে। 

ওই শিক্ষার্থীর মা ইসমেয়ারা বেগম জানান, আমার মেয়েকে অন্যায় ভাবে মারা হয়েছে, এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গাউছুল আজমের বিরুদ্ধে মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন লিখলেও ওই প্রধান শিক্ষক আবেদনটি জমা দিতে দেননি। তিনি ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানান। 

এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গাউছুল আজমের মুঠোফোনে দৈনিক শিক্ষাডটকমের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0085701942443848