প্রধান শিক্ষককে পেটালেন সহকারী শিক্ষক

রংপুর প্রতিনিধি |

রংপুরের কাউনিয়ায় রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান করার সময় প্রধান শিক্ষককে কিলঘুষি মারার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক ইমরান হোসেনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইমরান হোসেন জানান, তিনি সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয়ে পড়াচ্ছিলেন। এ সময় সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন শ্রেণিকক্ষে ঢুকে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে সাখাওয়াত ক্ষিপ্ত হয়ে তাঁর মাথা, মুখ ও নাকে কিলঘুষি মারতে থাকেন। তিনি আরও বলেন, ‘সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদান করেন না। প্রায়ই বিদ্যালয়ের আসবাব ভাঙচুর করেন।

নতুন বইয়ের ভুল নিয়ে সমালোচনা করেন। বিষয়টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। এ নিয়ে তিনি আমার ওপর ক্ষিপ্ত ছিলেন।’

বদলির কাগজে স্বাক্ষর না করায় প্রায় দুই বছর আগেও উপজেলা শিক্ষা অফিসারের সামনে সাখাওয়াত তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন বলে অভিযোগ করেন ইমরান।

শ্রেণিকক্ষে মারধরের ঘটনায় সাখাওয়াত হোসেনও আহত হয়েছেন। তিনি গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে প্রধান শিক্ষককে মারধরের বিষয়ে কথা বলতে রাজি হননি সাখাওয়াত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কানিজ ফাতেমা বুশরা জানান, প্রধান শিক্ষক মুখে আঘাতপ্রাপ্ত হওয়ায় নাক দিয়ে রক্ত বের হয় এবং সহকারী শিক্ষকের কপাল একটু ছিলে গেছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ সরকার বলেন, ঘটনাটি তিনি জানতে পেরেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ‘ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0087130069732666