প্রবাসী আয় নিয়ে মন্তব্য : ঢাবি শিক্ষককে সংসদীয় কমিটির তলব

ঢাবি প্রতিনিধি |

পত্রিকায় সাক্ষাৎকারের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাসনীম সিদ্দিকীকে সংসদীয় কমিটিতে তলব করা হয়েছে। একটি জাতীয় দৈনিকে প্রবাসী আয় নিয়ে তার দেওয়া বক্তব্য পছন্দ হয়নি কমিটির। যদিও খোদ কমিটির একজন সদস্যই এমন উদ্যোগের বিরোধিতা করেছেন।

গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ ঘটনা ঘটেছে। কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে গতকালের বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাজী নাবিল আহমেদ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আহমেদ ফিরোজ কবির, রানা মোহাম্মদ সোহেল এবং হারুনুর রশীদ অংশ নেন।

গত ৮ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে 'রেমিট্যান্স প্রবাহ আর প্রবাসীদের বাস্তবতায় মিল নেই' শীর্ষক তাসনীম সিদ্দিকীর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে 'রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের' (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাসনীম সিদ্দিকী বলেন, 'রেমিট্যান্স যদি বেশি এসেই থাকে তাহলে অভিবাসীদের পরিবারগুলো কেন করোনার সামনে দুর্বল হয়ে পড়ল? কেন তাদের ঋণ করতে হলো? তাদের খাবার কমে গেল। বৈদেশিক সঞ্চয়ের পরিমাণ আর প্রবাসীদের বাস্তবতার তথ্যে মিল নেই।'

সংসদীয় কমিটির বৈঠকে সশরীরে উপস্থিত হয়ে তাসনীম সিদ্দিকী তার ওই সাক্ষৎকারের বিষয়ে ব্যাখ্যা দেন। তিন পৃষ্ঠার ওই লিখিত ব্যাখ্যায় তিনি যেসব গবেষণা ও তথ্যের ভিত্তিতে সাক্ষাৎকার দিয়েছিলেন তা বিস্তারিত তুলে ধরেন। বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি। একইভাবে অধ্যাপক তাসনীমও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

পরে কমিটির সদস্য বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, তিনি সংসদীয় কমিটির এই তলবের বিরোধিতা করেছেন। বৈঠকে তিনি বলেছেন, একটি পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারকে নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া কেন হচ্ছে তা বোধগম্য নয়। সাক্ষাৎকারদানকারীকে তলব করা হলো। ওই শিক্ষক যা বলেছেন তা বাস্তব। এটা তো ঠিক যে, করোনার শুরুতে বিদেশ থেকে প্রবাসীরা অনেকেই ফেরত এসেছেন। কিছু নিয়ে আসতে পারেননি। তার নিজ নির্বাচনী এলাকাতেই এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, এটা এমন কোনো বড় বিষয় নয় যে, তলব করতে হবে। হারুনুর রশীদ জানান, তাসনীম সিদ্দিকী বিষয়টি নিয়ে কমিটির কাছে ব্যাখ্যা করেছেন।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026700496673584