রেলে নিয়োগ পরীক্ষাপ্রশ্নপত্র ছাপার স্থান ফাঁস !

নিজস্ব প্রতিবেদক |

বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশন মাস্টার (এএসএম) পদের নিয়োগে প্রশ্নপত্র তৈরি করার প্রক্রিয়া চলছে পূর্বাঞ্চলের প্রশাসনিক দপ্তরে। আগামি ৭ সেপ্টেম্বর চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সহকারী ষ্টেশন মাস্টারের ৮৭টি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি বা ছাপার কাজটি ‘গোপনে’ করার রীতি থাকলেও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ফারুক আহমেদের দায়িত্বহীনতার কারণে কোথায় ছাপা হচ্ছে সেটি সিআরবিসহ রেল অঙ্গণে সবার মুখে মুখে গুঞ্জন চলছে। 

১০-১২টি ফটোকপি মেশিনের মাধ্যমে এক রুমে এনে প্রশ্ন ছাপানোর প্রস্তুতি চলছে। এ নিয়ে সিআরবিতে ডিডিপিআরসহ বিভিন্ন দপ্তরে দায়িত্বশীলদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। দপ্তরের অনেকেই বদলি আতংকে জিএম’র নানাবিধ কৌশলী আচরণে প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না। গতকাল সোমবার সকাল থেকে সরেজমিনে রেল অঙ্গণে এসব আলোচনার দৃশ্য দেখা গেছে।

জানা যায়, জনবল সংকট নিরসন ও রেলওয়েকে আরো গতিশীল করতে সহকারী ষ্টেশন মাস্টার-৮৬টি পদের (এএসএম) জন্য প্রায় এক লাখ পরীক্ষার্থী রয়েছে। আগামি ৭ সেপ্টেম্বর চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য প্রশ্নপত্র তৈরির কাজ চলমনা থাকলেও পরীক্ষার জন্য বিভিন্ন কেন্দ্রসহ যাবতীয় প্রস্তুতিও নেয়া হয়েছে।

রেলওয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারি ক্ষোভ প্রকাশ করে বলেন, রেলের ইতিহাসে এ প্রথম ডিডিপিআর দপ্তরসহ বিভিন্ন দপ্তর থেকে ১০-১২টি ফটোকপি মেশিন জিএম দপ্তরে এনে এএসএম পরীক্ষার প্রশ্নপত্র তৈরির জন্য কাজ চালাচ্ছেন। এতে দপ্তরের চলমান কাজ-কর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। নানাবিধ প্রশাসনিক কাজ ধীরগতিতে চলছে। এ ঘটনায় সিআরবিসহ সবখানে জানাজানি হয়ে গেছে প্রশ্ন কোথায় ছাপা হচ্ছে। এ প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে অনেক টাকাও খরচ হচ্ছে। এর আগে এতো পরীক্ষার প্রশ্ন ছাপানো হয়েছে এ বিষয়ে কোন ধরণের জানাজানি হয়নি।

সহকারী ষ্টেশন মাস্টার (এএসএম) নিয়োগ কমিটির সদস্য সচিব ও এসপিও সিরাজুল্লাহ বলেন, পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে কাজ চলছে। প্রশ্নপত্র তৈরির বিষয়টি সম্পূর্ণ জিএম স্যার জানেন। তবে জিএম’র রুমেই প্রশ্নপত্র ছাপানোর কাজ হয়তো চলতে পারে বলে জানান তিনি।

জানা যায়, সম্প্রতি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহী নিয়োগের ফলাফল ঘোষণা হয়েছিল। এতে নিয়োগ কমিটির আহবায়ক ও পূর্বাঞ্চলের জিএম’র সমন্বয়ে নিয়োগে অনিয়মসহ কোটি টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে বলে এমন অভিযোগ উঠে। এ নিয়ে এখনও রেল অঙ্গণে ব্যাপক আলোচনা ও তোলপাড় চলছে। এতে নিরাপত্তাবাহিনীর মধ্যে চাপা ক্ষোভ ও থমথমে অবস্থা বিরাজ করছে। অন্যদিকে টাকা দিয়েও চাকরি হয়নি এমন লোক টাকা ফেরত না পেয়ে কমিটির আহবায়ক ও চীফ কম্যান্ড্যান্ট ইকবাল হোসেনে অফিসে গিয়ে পাওয়া যায়নি। এসব বিষয়ে ব্যাপক উত্তেজনা চলছে রেলের বিভিন্ন স্থানে। 

তাছাড়া এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চললেও পূর্বাঞ্চল জিএম’র কৌশলী আচরণে তদন্ত কমিটি গঠনের ধীরগতি হচ্ছে বলেও গুঞ্জন রয়েছে। অন্যদিকে সরকারের শেষ সময়ে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি ও রেলের মহাপরিচালক (ডিজি) মো. আমজাদ হোসেনকে বির্তকিত করতে একটি চক্র কৌশলী কাজ করছে বলে অভিযোগ উঠেছে। তাছাড়া কোন ধরণের অনিয়ম রোধে মন্ত্রীর কঠোর নির্দেশনাও রয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0046601295471191