দিনাজপুরের চিরিরবন্দরে মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দশমাইল-রংপুর মহাসড়কের রানীরবন্দরে কলেজ মোড় নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত প্রশান্ত কুমার দাস (১৫) আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের ক্ষেণপাড়ার শ্যামল চন্দ্র দাসের ছেলে এবং আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানা গেছে, নিহত প্রশান্ত কুমার দাস একই শ্রেণিতে পড়ুয়া প্রতিবেশী লক্ষীরানী দাসকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে প্রাইভেট পড়ার জন্য আসছিলো।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান, হাইওয়ে সহকারি পুলিশ সুপার জাহিদুর রহমান চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে আড়াইঘন্টা পর সকাল সাড়ে ৯ টায় অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান, হাইওয়ে সহকারি পুলিশ সুপার জাহিদুর রহমান চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ নিহত প্রশান্তর বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান ও নগদ অর্থ সহায়তা দেন। এসময় আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার দাস উপস্থিত ছিলেন।
দশমাইল হাইওয়ে থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ননী গোপাল ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে জানান, যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রাকটি পলাতক রয়েছে।