সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোজার ছুটি আগামী ৭ এপ্রিলই শুরু হচ্ছে। রোজার ছুটি বাড়ানোর কোনো আলোচনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। যদিও হুদাই কিছু ফেসবুক গ্রুপ এবং ভুইফোঁড় অনলাইন পত্রিকায় গতকাল দুপুর থেকে গুজব ছড়াচ্ছে। কোনো কোনো শিক্ষকও এসব গুজব নিজ নিজ ফেসবুক ও গ্রুপে শেয়ার দিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষা প্রশাসনের কর্তারা সাফ জানিয়েছেন, করোনা মহামারির ছোবলে হওয়া শিখন ঘটতি পূরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ১৫ রমজান (চাঁদ দেখা সাপেক্ষে) পর্যন্ত খোলা রাখা হচ্ছে। শিখন ঘাটতি পূরণে কর্মকর্তারা শিক্ষকদের সহযোগিতা চেয়েছেন।
আরো পড়ুন : হাইস্কুল-কলেজ ছুটি থাকলেও রোজায় চলবে প্রাইমারি স্কুলের ক্লাস
বুধবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
আজ বুধবার দুপুরে অধিদপ্তরের পলিসি ও অপারেশন শাখার পরিচালক মনীষ চাকমা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের রোজার ছুটি আগামী ৭ এপ্রিলই শুরু হচ্ছে। ছুটি বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা নেই। যারা বলছেন আলোচনা হচ্ছে তারা না জেনে বলছেন। রোজার ছুটি ১৫ রমজানই শুরু হচ্ছে।
আরো পড়ুন : কোন শিক্ষা প্রতিষ্ঠানে কবে শুরু রোজার ছুটি জেনে নিন
তিনি আরো বলেন, করোনার সময় দীর্ঘদিন স্কুল বন্ধ রাখায় আমাদের শিশুরা শিখন ঘাটতির সম্মুখীন হয়েছেন। তাদের সে ঘাটতি পূরণে ৭ এপ্রিল পর্যন্ত স্কুলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। সে সিদ্ধান্তই বহাল আছে। আর ১৫ রমজান পর্যন্ত স্কুল খোলা থাকলেও ৮ দিন ক্লাস চলবে। আমি আশা করি, এ ৮ দিনের বিষয়ে শিক্ষকরা সহযোগিতা করবেন।
আরো পড়ুন : ২০২৩ খ্রিষ্টাব্দে প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা
২৪ মার্চ থেকে রোজা শুরু হলে ৭ এপ্রিল পর্যন্ত মহান স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি ছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস চলবে ৮ দিন।
ছুটির বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বুধবার দুপুরে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রাইমারি স্কুলগুলোতে রোজার ছুটি শুরু হচ্ছে ৭ এপ্রিল থেকেই। প্রথম রোজা থেকে ছুটি দেয়ার কোনো সিদ্ধান্ত বা আলোচনা নেই। শিখন ঘাটতি পূরণের রোজার কিছু অংশ স্কুলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এ পুরো মাস সিয়াম সাধন ও ইবাদত বন্দেগিতে ডুবে থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজায় হাইস্কুল ও কলেজে ছুটি থাকলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস চলবে। আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে সরকারি-বেসরকারি হাইস্কুল ও কলেজে শুরু হচ্ছে রোজার ছুটি। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও রোজার ছুটি শুরু হবে এদিন। আর মাদরাসায় রোজার ছুটি শুরু হবে একদিন আগেই, ২২ মার্চ (বুধবার) থেকে। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোজার ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল।
এ পরিস্থিতিতে শিক্ষকরা রোজায় প্রাথমিক বিদ্যালয় ছুটি দেয়ার দাবি জানিয়েছেন। শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা উপায়ে এ দাবির পক্ষে সরব হয়েছেন। সব শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন ছুটি নির্ধারণের দাবি জানাচ্ছে শিক্ষক সংগঠনগুলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।