দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ে সাত হাজারের বেশি শিক্ষক নিয়োগ পাচ্ছেন। প্রথম দফার পরীক্ষা হয়েছে। দ্বিতীয় দফা হবে জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শেষে তৃতীয় দফা। প্রাথমিক বিদ্যালয়ে সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য ১ বছর আগে বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয়। গত শুক্রবার প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় লিখিত পরীক্ষা হয়েছে। পরীক্ষার আগের রাতে একটি প্রশ্নফাঁস চক্রের খোঁজ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ চক্রের ৯৭ জন আটক হয়েছে।
জানা যায়, ডিসেম্বরেই প্রথম ধাপের পরীক্ষার ফল দেওয়া হবে। জানুয়ারিতে হবে তাদের মৌখিক পরীক্ষা। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর পরীক্ষা হবে জানুয়ারির শেষে। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে।
যে পরিমাণ শূন্য পদ রয়েছে এর বাইরেও আমরা অপেক্ষমান একটা তালিকা রাখ হবে। যেন বিভিন্ন সময় যে পদগুলো খালি হয়, সেখানে যেন সেই তালিকা থেকে শিক্ষক নিয়োগ দেয়া যায়।
শিক্ষা গবেষকরা বলছেন, যারা আসলেই শিক্ষকতা করতে ইচ্ছুক তাদেরই যেন নিয়োগ দেওয়া হয়। না হলে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন হবে।
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে ৭৫ নম্বরের লিখিত পরীক্ষা, ১৫ নম্বরের মৌখিক এবং ১০ নম্বর একাডেমিক ফলের ওপর।