দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে কেউ কেউ মন্তব্য করেছেন। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, প্রশ্নপত্র ফাঁস হয়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ও শেষ ধাপের লিখিত পরীক্ষা ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা ছাড়া) অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন প্রায় সাড়ে তিন লাখ।
পরীক্ষার পর কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করে মন্তব্য করেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। আর পরীক্ষার পর এ ধরনের অভিযোগ গ্রহণযোগ্য হতে পারে না।
গত শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে জালিয়াতি রোধে বুয়েট উদ্ভাবিত ডিভাইস শনাক্তকরণব্যবস্থা প্রয়োগের ফলে অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। শুক্রবারের লিখিত পরীক্ষায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৫টি জেলায় এটি ব্যবহার করা হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।