প্রাথমিক বিদ্যালয়ের মানসম্মত ভবন নির্মাণ জরুরি: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মানসম্মত বিদ্যালয় ভবন নির্মাণ অতি জরুরি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি এলজিইডির প্রকৌশলীদের মানসম্মত টেকসই প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ওপর গুরুত্ব আরোপ করেন।

বৃহস্পতিবার এলজিইডি সদর দপ্তরে প্রাথমিক শিক্ষা অবকাঠামো উন্নয়নের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মো.জাকির হোসেন এ আহ্বান জানান।

এলজিইডির প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) হাসিবুল আলম, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) খলিলুর রহমান, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রাথমিক শিক্ষা) ওয়াহিদুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

সভা শেষে প্রতিমন্ত্রী জাকির হোসেন এলজিইডি জিআইএস ইউনিট, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ (পিইডিপি-৪) ও ডিজাইন ইউনিট পরিদর্শন করেন। অনুষ্ঠানের সভাপতির বক্তব্য আবুল কালাম আজাদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো নির্মাণ করতে হবে। এক্ষেত্রে এলজিইডি কাজের গুণগত মান সঠিক রেখে কাজ করার আপ্রাণ চেস্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

মনজুর কাদির বলেন, এলজিইডির অনেক কাজ। সে তুলনায় লোকবল কম। তাই প্রয়োজনে লোকবল বাড়িয়ে আরো মনিটরিং ও কঠোর নজরদারীর মাধ্যমে মানসম্মত প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করতে হবে।

স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সবাইকে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) গিয়াস উদ্দিন আহমেদ। অতিরিক্ত সচিব (প্রশাসন) হাসিবুল আলম বলেন, মানসম্মত কাজ মন্ত্রণালয় এবং এলজিইডির কর্মকর্তাদের যৌথভাবে কাজ করতে হবে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0024499893188477