প্রাথমিক শিক্ষকদের অনশন কর্মসূচি কাল

নিজস্ব প্রতিবেদক |

প্রাথমিকের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পরবর্তী গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের দাবিতে  অনশন কর্মসূচি কাল ।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনশন কর্মসূচি পালন করা হবে।

১৮ই ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে বৈঠক শেষে অনশন বহাল রাখার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারি শিক্ষক সংগঠনের নেতারা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক অনলাইন সমিতির সভাপতি কাজী আবু নাসের আজাদ বলেন, সরকারি প্রাথমিক স্কুলের সহকারি শিক্ষকরা এক দফা দাবিতে কাল থেকে আমরণ অনশনে নামবেন।

তিনি বলেন, আন্দোলন প্রত্যাহারে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু হেনা মোস্তফা কামাল তার দপ্তরে সহকারি শিক্ষক প্রতিনিধিদের ডেকেছিলেন। কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়েছে। বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা দাবির বিষয়টি ডিজি স্যারকে জানিয়েছি। তিনি দাবিটি বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন প্রত্যাহারের প্রস্তাব দেন। তবে এতে আমরা সন্তষ্ট নই। এ কারণে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। এ কর্মসূচি বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক মহাজোটের ব্যানারে পালিত হবে বলে তিনি জানিয়েছেন।

প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরামের আহবায়ক মো. সিদ্দিকুর রহমান সহকারি শিক্ষকদের এক দফা আন্দোলনের সাথে সকল শিক্ষক সংগঠনকে মত পার্থক্য ভুলে আন্দোলনকে বেগবান করতে আহ্বান জানান।

একাধিক সহকারি শিক্ষক জানান, মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত প্রধান শিক্ষকের সঙ্গে সহকারি শিক্ষকের বেতনের পার্থক্য এক থেকে তিন ধাপ পর্যন্ত রয়েছে। প্রধান শিক্ষকদের প্রস্তাবিত বেতন দশম গ্রেডে দেয়া হলে এ বৈষম্য আরও বেড়ে চার ধাপে উন্নীত হবে। তাই প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিচের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বেতন দাবি করছেন তারা।

এ বিষয়ে ডিপিই’র মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল বলেন, দাবি-দাওয়া নিয়ে সহকারি শিক্ষকদের কয়েকজন প্রতিনিধিকে ডাকা হয়েছিল। তাদেরকে দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস এবং তারা যাতে ক্লাস ছেড়ে আন্দালনে না যান সেই প্রস্তাব দেয়া হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0023930072784424