প্রাথমিকের শিক্ষকদের গেজেট সংশোধনসহ একগুচ্ছ দাবি জানিয়েছে বাদপড়া প্রধান শিক্ষক ঐক্য জোটের নেতারা। তারা অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে ‘প্রধান শিক্ষক’ হিসেবে গেজেট করতে হবে।
বৃহিস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনের বক্তারা বলেন, বছরের পর বছর পদ বঞ্চিত শিক্ষকরা যেমন প্রাপ্য বেতন- ভাতা থেকে বঞ্চিত হচ্ছে ঠিক একইভাবে সামাজিক মর্যাদাও ক্ষুণ্ন হচ্ছে। বিদ্যালয় পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে তাই জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের জন্য জারি করা শিক্ষক গেজেট, প্রজ্ঞাপন ও নীতিমালা এবং পরিপত্র থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক হিসেবে ‘প্রধান শিক্ষক’ পদে গেজেটে অর্ন্তভুক্তিকরণ আমাদের সাংবিধানিক অধিকার। তাই অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে ‘প্রধান শিক্ষক’ হিসেবে গেজেট করার জোর দাবি জানাচ্ছি।