প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ফুট ওভারব্রিজ হবে

মেহেদী হাসান |

সিটি কর্পোরেশন ও ঘনবসতিপূর্ণ এলাকায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষে তথ্য সংগ্রহ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি বিভাগীয় উপপরিচালকদের কাছে পাঠানো এক চিঠিতে রাস্তা পারাপারে ঝুঁকিতে থাকা স্কুলগুলোর তথ্য চাওয়া হয়েছে। একই সাথে ফুট ওভারব্রিজ নির্মাণে অনুমানিক কত টাকা ব্যয় হবে তাও জানাতে বলা হয়েছে।

চিঠিতে অধিদপ্তর বলছে, ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ কোটি ৩৪ লাখ ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। দেখা যায়, ৮টি সিটি কর্পোরেশন ও ঘনবসতিপূর্ণ এলাকার কোন কোন বিদ্যালয় জাতীয় বা আঞ্চলিক সড়ক, মহাসড়ক বা রেললাইনের পাশে।  এসব স্কুলের শিক্ষার্থীদের সড়ক বা রেললাইন অতিক্রম করে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। এতে তাদের দুর্ঘটনাজনিত ঝুঁকি থাকে। ইতোপূর্বে এ ধরনের দুর্ঘটনার শিকার হয়ে অনেক শিক্ষার্থী আহত ও মৃত্যুবরণ করেছে।

তাই, যেসব বিদ্যালয়ে শিশুদের রাস্তা পারাপারে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে এবং ফুট ওভারব্রিজ নির্মাণ করে এ ধরনের ঝুঁকি হ্রাস করা সম্ভব, সেসব বিদ্যালয়ে তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে ডিডিদের।

নির্ধারিত ছকে জেলা, উপজেলা ও সিটি কর্পোরেশনের নাম, স্কুলের নাম, শিক্ষার্থী সংখ্যা, বিপজ্জনকভাবে রাস্তা পার হওয়া শিক্ষার্থীর সংখ্যা, রাস্তার নাম, ফুট ওভারব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান, পরিমাপ ও আনুমানিক ব্যয় কত হবে তা নির্ধারিত ছকে উল্লেখ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। 

একটি বেসরকারি সংস্থার তথ্য মতে, ২০২১ খ্রিষ্টাব্দে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ হাজার ২৮৪ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৮০৩ জনই শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনায় গত বছর যত মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের ১৩ শতাংশই শিক্ষার্থী। ২০২০ খ্রিষ্টাব্দের তুলনায় ২০২১ খ্রিষ্টাব্দে সড়ক দুর্ঘটনা বেড়েছে সাড়ে ১৩ শতাংশ আর মৃত্যু বেড়েছে প্রায় ১৭ শতাংশ।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0025269985198975