প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা থাকছে

নিজস্ব প্রতিবেদক |

এ বছরও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে।

এ সিদ্ধান্তের ফলে পরীক্ষা আয়োজন নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে রশি টানাটানির সমাপ্তি ঘটলো।

মঙ্গলবার (১৬ই মে)শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই মন্ত্রী ও সচিবদের সঙ্গে জরুরি বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও বিষয়গুলোর সঠিক মূল্যায়নে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

সভা সূত্র জানিয়েছে, আগামী নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে জেএসসি/জেডিসি পরীক্ষা। শিক্ষানীতি বাস্তবায়নে সম্প্রতি প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণিতে উন্নীত করার কার্যক্রম শুরু করা হয়। তিন মাস আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের কাছে অষ্টম শ্রেণির সকল কার্যক্রম তুলেও দেন।

বাস্তবে অনভিজ্ঞতা, জনবল সংকট, অবকাঠামোসহ নানা সমস্যার বেড়াজালে আবদ্ধ থাকায় অষ্টম শ্রেণির দায়িত্ব ও জেএসসি-জেডিসি পরীক্ষা আয়োজন থেকে পিছিয়ে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহেদুজ্জামান বলেন, প্রস্তুতি ছাড়া কোনোভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে জেএসসি ও জেডিসি পরীক্ষার আয়োজন করা সম্ভব নয়। তাই আলোচনার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা আয়োজনের দায়িত্ব নিয়েছে।

তিনি বলেন, তড়িঘড়ি করে প্রাথমিক শিক্ষাকেও অষ্টম শ্রেণিতে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এ নিয়ে সভায় আলোচনা হয়েছে। বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়কে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রী পরিষদ থেকে চিঠি দেয়া হয়। সেই আলোকে আজ দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট অধিদফতরের প্রধানদের উপস্থিতিতে জরুরি সভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, সভায় উচ্চ পর্যায়ে একটি কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর হোসেনকে আহ্বায়ক করে উভয় মন্ত্রণালয়ের একাধিক অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট অধিদফতরের দুই মহাপরিচালককে কমিটিতে রাখা হয়েছে। এ কমিটি প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণিতে উপনিত করতে কি কি করণীয় ও বর্তমান অবস্থাগুলো পর্যবেক্ষণ করে প্রতিবেদন জমা দেবেন। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস, রূহী রহমান, গণশিক্ষা মন্ত্রালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খান প্রমুখ।


পাঠকের মন্তব্য দেখুন
শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0027339458465576