প্রাণনাশের ভয় দেখিয়ে ছাত্রকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাণনাশের ভয় দেখিয়ে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেজাউল করিম (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রেজাউল সদর ইউনিয়নের বারদোনা ছৈয়দ ইব্রাহিম (র:) হেফজখানা ও ইছমাঈলিয়া এতিমখানার শিক্ষক। সে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর আমিরাবাদ জলিলনগর (নজু মিয়ার পাড়া) এলাকার মোহাম্মদুল হকের ছেলে।

ভুক্তভোগী শিশুটি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এ ভর্তি রয়েছে। বিষয়টি জানাজানি হলে মাদ্রাসাটি তালাবদ্ধ করে গা ঢাকা দিয়েছেন মাদ্রাসা পরিচালক ও অন্যান্য শিক্ষকরা।

মামলার এজাহারে জানা যায়, ধর্ষণের শিকার শিশুটিকে দুই বছর আগে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা ছৈয়দ ইব্রাহিম (র:) হেফজখানা ও ইছমাঈলিয়া এতিমখানায় হেফজ শেখার জন্য ভর্তি করা হয়। ভর্তির বছর খানেক পর থেকে ওই মাদ্রাসার শিক্ষক রেজাউল করিম শিশুটিকে মাদ্রাসার আবাসিক কক্ষে দিনের পর দিন ধর্ষণ করছিল। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার ভয় দেখালে শিশুটি নীরব থাকে। অনেক সময় রাজি না হলে শিশুটিকে মারধর করা হতো। সর্বশেষ গত বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন শিশুটি বাড়ি গিয়ে ঘটনাটি তার মাকে খুলে বলে।

শিশুটির মা বলেন, ‘ছেলে মাদ্রাসা থেকে ঘরে এসে জানায়, সে শারীরিকভাবে অসুস্থ এবং তার সারা শরীর ব্যাথা। ব্যাথার কারণ জিজ্ঞাসা করলে প্রথমে সে চুপ থাকে, পরে বাধ্য করলে ঘটনার বিস্তারিত খুলে বলে। ওইদিন রাতেই বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।’ তিনি আরও বলেন, ‘সর্বশেষ ২১ মে রাত ১টার দিকে পূর্বের ন্যায় আবারও ছেলেকে হত্যার ভয় দেখিয়ে মাদ্রাসার আবাসিক হলে নিয়ে শিক্ষক রেজাউল ধর্ষণের করে।’

রোববার সকালে ঘটনাস্থল বারদোনা এলাকায় গিয়ে দেখা যায়, মাদ্রাসাটি তালাবদ্ধ। এ ব্যাপারে এলাকার আবদুর রহমান, মো. এহসান ও কুতুব উদ্দীনসহ একাধিক ব্যক্তি জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর ছাত্রদের ছুটি দিয়ে ওই মাদ্রাসার পরিচালক বেলাল মৌলভী ও শিক্ষকরা মাদ্রাসা ছেড়ে পালিয়ে যায়। তারা আরও বলেন, এ মাদ্রাসার পরিচালক বেলাল মৌলভী ইতোপূর্বে ধর্ষণের ঘটনায় জেল-হাজতে ছিলেন। একটি পবিত্র স্থানে এ রকম ঘটনা কারও কাম্য নয়। ঘটনায় জড়িত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক বেলাল মৌলভীর ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, ২৫ মে শিশুটির মা এ ঘটনায় অভিযোগ দেওয়ার পর থেকে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযোগটি শনিবার মধ্য রাতে মামলায় রূপান্তর করা হয়। গ্রেপ্তার রেজাউলের কয়েকজন আত্মীয়কে আটক এবং প্রযুক্তির সাহায্যে শনিবার রাতে বারদোনা এলাকা থেকে তাকে (রেজাউল) গ্রেপ্তার করা হয়।


পাঠকের মন্তব্য দেখুন
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ - dainik shiksha পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা - dainik shiksha সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ফেসবুকে সতর্কবার্তা দিলেন সারজিস আলম - dainik shiksha ফেসবুকে সতর্কবার্তা দিলেন সারজিস আলম আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে - dainik shiksha আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন করা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন করা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা - dainik shiksha শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে - dainik shiksha ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি - dainik shiksha কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি please click here to view dainikshiksha website Execution time: 0.0050439834594727