ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার মৃত্যুবার্ষিকী আজ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে প্রথম নারী শহীদ তিনি।
প্রীতিলতা ১৯১১ খ্রিষ্টাব্দের ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের ডা. খাস্তগীর স্কুল থেকে ১৯২৭ খ্রিষ্টাব্দে প্রথম বিভাগে প্রবেশিকা পাস করে ইডেন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সমগ্র ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছিলেন। তিনি ১৯৩১ খ্রিষ্টাব্দে কলকাতা বেথুন কলেজ থেকে দর্শনে
ডিস্টিংশনসহ গ্র্যাজুয়েশন করেন এবং সে বছরই প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন চট্টগ্রামের অপর্ণাচরণ বালিকা বিদ্যালয়ে। ছাত্রজীবন থেকেই প্রীতিলতা বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকার বিপ্লবী দল ‘দীপালী সংঘ’ এবং কলকাতার ‘ছাত্রী সংঘে’র সক্রিয় কর্মী ছিলেন তিনি। ১৯৩০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের সময় প্রীতিলতা বেথুন কলেজের মেয়েদের মধ্যে একটি গোপন বিপ্লবী দল গড়ে তোলেন।
প্রীতিলতা ১৯৩২ খ্রিষ্টাব্দের ২৪ সেপ্টেম্বর রাতে সূর্যসেনের নির্দেশে কয়েকজন বিপ্লবী সহযোদ্ধাসহ চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত তত্কালীন ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। আক্রমণ সফল হলেও ইংরেজদের গুলিতে আহত হন প্রীতিলতা এবং শত্রুর হাতে ধরা পড়ার আগেই বিষ পান করে মৃত্যুবরণ করেন।