ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় এলাকার এক পরীক্ষার্থী প্রেমের টানে এসএসসি পরীক্ষা বাদ দিয়েছেন। তিনি ওমর নামের এক যুবকের সঙ্গে পালিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার এসএসসির পৌরনীতি পরীক্ষায় অংশ নেননি তিনি।
জানা গেছে, গত সোমবার বিকালে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে ওই যুবকের হাত ধরে পালিয়ে যায় ওই ছাত্রী। তারা দুইজনেই দক্ষিণ আইচা থানার চরকুকরি-মুকরি ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের আমিনপুর গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন ।
পালিয়ে যাওয়া ওই পরীক্ষার্থী চরকুকরি-মুকরি মাধ্যমিক বিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশেন দত্ত জানান, ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারেন চাচাতো ভাই ওমর নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গেছে সে।
জানা গেছে , চরকুকরি-মুকরি ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আমিনপুর গ্রামের ওই ছাত্রীর সঙ্গে একই গ্রামের প্রবাসী বজলুর ছেলে মো. ওমরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য সোমবার চরকুকরি-মুকরি নিজ বাড়ি থেকে চরমানিকা ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় রওনা হয়েছিলেন ছাত্রী। এদিকে মঙ্গলবার পৌরনীতি পরীক্ষায় অংশগ্রহণ করেনি ওই পরীক্ষার্থী। এরপর অনেক খোঁজখোঁজির পর সন্ধান মিলে চাচাতো ভাই ওমরের সঙ্গে পালিয়ে গেছেন তিনি। ঢাকায় ওমরের মা থাকে। ওই ছাত্রীকে নিয়ে সেখানে অবস্থান করেছে ওমর।
ওই ছাত্রীর বাবা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, তারা দু'জনেই বর্তমান ঢাকায় আমার ভাইয়ের বাসায় অবস্থান করছে। তাদের দুইজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ওমরের পরিবারের সাথে যোগাযোগ করে আমার মেয়েক বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। থানায় কোনো অভিযোগ করা হয়নি।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খোঁজ খবর নেয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।