আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে না পূর্ণাঙ্গ সিলেবাসে হবে সে সিদ্ধান্তে এখনো পৌঁছাতে পারেনি শিক্ষা প্রশাসন। ২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে সিদ্ধান্ত নিতে শিগগিরই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রয়োজন হলে আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য সিলেবাস সংক্ষিপ্ত বা পুনবিন্যাস করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী বলেন, ২০২৪ এর পরীক্ষার সিলেবাস নিয়ে আমরা খুব শিগগিরই সবার সঙ্গে বসবো। সবার সঙ্গে আলোচনা করে আমরা সে সিদ্ধান্তটা নেবো, ২০২৪ এ পুর্নবিন্যাসকৃত সিলেবাসে যাবো কি যাবো না।
তিনি আরো বলেন, আমরা চাই পরীক্ষা স্বাভাবিক সময়ে নিয়ে আসতে। গতবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নভেম্বর-ডিসেম্বরকে অনুষ্ঠিত হয়েছে। এবার এসএসসি এপ্রিলের শেষে ও এইচএসসি আগস্টের মাঝামাঝি শুরু হচ্ছে। পরে বছর স্বাভাবিকের আরো যতো কাছে চলে আসতে পারি সে চেষ্টা করবো। যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আগামী বছরের জন্য সিলেবাস পুনর্বিন্যাসের চেষ্টা করবো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।