প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ১৫ হাজার কিলোমিটার পথ হেঁটে দিনাজপুরের হিলিতে এসেছেন ভারতীয় তরুণ। ভারতের নাগপুরের বাসিন্দা ২১ বছর বয়সী রোহান আগরওয়াল স্থলবন্দরসহ হিলির বিভিন্ন স্থানে প্লাস্টিকের কুফল সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালান তিনি। গত সোমবার রাতে তিনি জয়পুরহাট ও পাঁচবিবিতে প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা শেষে হিলি পৌঁছান তিনি।
রোহান জানান, গত বছরের ৮ অক্টোবর ফেনীর বিলোনিয়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের ৩৩টি জেলা ঘুরে প্রচারণামূলক কার্যক্রম চালিয়েছেন। বাংলাদেশে প্রবেশের আগে তিনি হেঁটে ভারতের ২৭টি রাজ্য ঘুরেছেন। বাংলাদেশ থেকে ভারতে ফিরে গিয়ে আরও ১৫টি দেশে প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালাতে যেতে চান।
ভারতের গভর্নমেন্ট সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির স্নাতক দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী ছাত্র জানান, ২০২০ সালের ২৪ আগস্ট ভারতের উত্তর প্রদেশের বারানসিতে গঙ্গা নদীর তীর থেকে হাঁটা শুরু করেন তিনি। সেখান থেকে শুরু করে ভারতের রাজস্থান, হরিয়ানা, দিল্লি, চ-িগড়, হিমাচল, উত্তরাখ-, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়–, প-িচেরি, কর্ণাটক, কেরালা ও গোয়া হয়ে ভারতের মোট ২৭টি রাজ্য পরিভ্রমণ করেন তিনি। এই যাত্রায় সর্বমোট ১৫ হাজার কিলোমিটার হেঁটেছেন।
রোহান বলেন, আমার মূল উদ্দেশ্য হলো প্লাস্টিকের বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দেওয়া। এ লক্ষ্যে ৮৬০ দিনের যাত্রায় আমি ভারত ও বাংলাদেশের অনেক স্কুল এবং ইনস্টিটিউট পরিদর্শন করেছি। আমি সাইবেরিয়ার ওমিয়াকোমে হেঁটে যাব। যেখানে তাপমাত্রা মাইনাস ৭২ ডিগ্রি এবং এটি পৃথিবীর সবচেয়ে শীতল স্থান। আমার আশা, আমিই দক্ষিণ এশীয় হিসেবে প্রথম স্থলপথে সেখানে পৌঁছাব। আরও ৫ বছরে ভুটান, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, চীন, হংকং, ম্যাকাও, মঙ্গোলিয়া, রাশিয়াসহ দক্ষিণ এশিয়ার ২০টি দেশ অতিক্রম করার ইচ্ছা আছে আমার।