বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও সর্বশেষ এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে কমলনগর, লক্ষ্মীপুর-এর কলেজ শাখায় (নন- এমপিও) পদের জন্য ১। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১ জন আবশ্যক।
উক্ত পদের জন্য বাংলাদেশের যেকোনো শিক্ষাবোর্ড হতে এইচএসসি/সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে।
সমগ্র শিক্ষাজীবনে ১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)। বেতন গ্রেড- ১৬, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০/-। ২। ল্যাব সহকারী (তথ্য যোগাযোগ প্রযুক্তি), ল্যাব সহকারী (রসায়ন), ল্যাব সহকারী (জীববিজ্ঞান) নন-এমপিও পদসমূহে ১ জন করে আবশ্যক।
উক্ত পদসমূহের জন্য বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগের এসএসসি/সমান ২য় বিভাগ। আইসিটি ল্যাব সহকারীর জন্য কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের- ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)। বেতন গ্রেড-১৮, বেতন স্কেল ৮৮০০-২১৩১০/-। ১ নং পদের জন্য ১০০০ টাকা এবং ২নং পদের জন্য ৫০০ টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট। আবেদনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাবদ।
যারা ইতিমধ্যে বিধি অনুযায়ী আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
যোগাযোগ:- প্রধান শিক্ষক/ অধ্যক্ষ, ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, কমলনগর, লক্ষ্মীপুর।