দৈনিক শিক্ষাডটকম, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ২য় বর্ষ (বিএ ও বিএসএস) ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ডিগ্রি পর্যায়ে ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি সর্বোচ্চ দুই হাজার টাকা। সেখানে শিক্ষার্থী প্রতি পাঁচ হাজার ৭৫০ টাকা করে আদায় করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজে।
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ২য় বর্ষ (বিএ ও বিএসএস) পরীক্ষার ফরম ফিলাপের কার্যক্রম ২২ ফেব্রুয়ারি শুরু। যা শিক্ষার্থী কর্তৃক বৃহস্পতিবারের মধ্যে নিশ্চিত করতে হবে। ডিগ্রি পর্যায়ে ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি সর্বোচ্চ দুই হাজার টাকা।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন বলেন, এমন তথ্য আমার জানা নেই। তবে কোনোভাবেই অতিরিক্ত ফি আদায় করা যাবে না। সংশ্লিষ্টদের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান বলেন, এরকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।