জয়পুরহাট আইন কলেজের এলএলবি প্রথম বর্ষের পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফিয়ের চেয়ে চারগুণ বেশি টাকা নেয়া হচ্ছে বলে শিক্ষার্থী অভিযোগ তুলেছেন। রোববার দুপুরে কয়েকজন শিক্ষার্থী এর প্রতিকার চেয়ে কলেজের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগের অনুলিপি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০২২ খ্রিষ্টাব্দে এলএলবি প্রথম বর্ষের পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দেয়া হয়। সেখানে ৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ফরম পূরণর সময় দেয়া আছে এবং শিক্ষার্থীদের ফরম জমা দেয়ার শেষ তারিখ ২ নভেম্বর। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিপত্রে পরীক্ষার ফি ৩০০ টাকা, মানোন্নয়নে ৩০০ টাকা, বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫০০ টাকা, নম্বরপত্রের ফি ৩০০ টাকা ও কেন্দ্র ফি ৫০০ টাকা। এর মধ্যে কেন্দ্র ফি ৫০০টাকা আলাদাভাবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষ।
নিয়মিত ব্যাচের কয়েকজন শিক্ষার্থী দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রথম বর্ষে সাতটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। সেই মোতাবেক সাত বিষয়ে ২ হাজার ১০০ টাকা, নম্বরপত্র ৩০০ টাকা ও কেন্দ্র ফি ৫০০ টাকাসহ মোট ২ হাজার ৯০০ টাকা ফরম পূরণের ফি হওয়ার কথা। তাছাড়া কলেজের অন্যান্য খরচসহ পাঁচ হাজার টাকা ফি নিলেও সমস্যা নেই। কিন্তু ১২ হাজার ৫০০ টাকা ফি নেয়া হচ্ছে।
জানতে চাইলে ওই কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব দেওয়ান কাজল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কলেজটি কিভাবে চলবে? প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত নয়, সরকারি অনুদান ছাড়াই এ কলেজ চলে। শিক্ষার্থীদের টাকায় কলেজ চলে।
জানতে চাইলে ওই কলেজের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি কলেজের অভ্যন্তরীণ বিষয়ে তেমন জানি না। সরকারি বিধি মোতাবেক এলএলবি প্রথম বর্ষের ফরম পূরণের ফি নেয়ার জন্য কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে।