ফরিদপুর শুরু হয়েছে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
রোববার জেলা প্রশাসনের আয়োজনে শেখ জামাল স্টেডিয়ামে আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ফরিদপুরের ৯টি উপজেলার খেলোয়াররা ৩২ টি ভিন্ন ভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।
সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্টেডিয়াম পর্যন্ত হাতি ও ঘোড়া সহযোগে এক বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। এরপর শেখ জামাল স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার। অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ডিসি কামরুল আহসান তালুকদার বলেন, যেকোনো খেলাধুলা মানুষকে অপরাধ জগৎ থেকে দূরে রাখে। মানুষের শারীরিক সুস্থতা এবং সুন্দর গঠনের ক্ষেত্রেও খেলাধুলা বিকল্প নেই। আর এই জন্যই খেলাধুলার প্রতি প্রত্যেক পরিবারের ভূমিকা পালন করতে হবে। খেলাধুলা শুধু শরীরকে নয় মনোজগতকে বিকশিত করে।